পুরাণবাজার ডিগ্রি কলেজে মাল্টি মিডিয়া প্রদান অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার : চাঁদপুর শহরের পুরাণবাজার ডিগ্রি কলেজের মাল্টি মিডিয়া প্রদান অনুষ্ঠান ও ক্লাশ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ২ অক্টোবর সকাল সাড়ে ১১টায় কলেজ ছাত্র-শিক্ষক মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুইচ টিপে মাল্টিমিডিয়া ক্লাশের উদ্বোধন এবং ব্যাক্তিগত পক্ষ থেকে কলেজের জন্য ৩টি মাল্টিমিডিয়া প্রদান করেন কলেজ গভর্নিং বডির সভাপতি সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও স্থানিয় সাংসদ ডাঃ দীপু মনি।

এসময় তিনি বলেন, শেখ হাসিনার সরকার আমাদেরকে ডিজিটাল বাংলাদেশ দিয়েছেন। বিশ্ব নাগরিক হবার এবং নিজেকে গড়বার জন্য জ্ঞান অর্জনের অসীম সুযোগ তৈরি করে দিয়েছেন । আজকে বাংলাদেশ তথ্য প্রযুক্তিতে বিশ্বের সাথে যুক্ত। এসব অতীতে কোন সরকারের সময় হয়নি, শেখ হাসিনার সরকার করেছেন। আগের সরকারের সময় সাবমেরিন স্থাপনের সুযোগ ছিল,সেটিও তারা গ্রহন করেনি।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,যারা কলেজে পড়ছে তাদের অনেকইে ভোটার। তোমাদের সচেতন হতে হবে। শেখ হাসিনা শিক্ষার সকল সুযোগ সুবিধা সমৃদ্ধ করেছেন। তার সরকারই আবার তোমাদের দরকার।

ডা. দীপু মনিএমপি বলেন,তিন মাস পর আমাদের জাতীয় নির্বাচন। সেই নির্বাচনেও আমি একজন মনোনয়ন প্রত্যাশি। তিনি আশা করেন চাঁদপুর-হাইমচরের মানুষ তাকে আবার সুযোগ দিবে তাদের জন্য কাজ করবার। তা যেন ভোটের প্রতিফলন হয়। শিক্ষার্থীদের বাবা-মার কাছে সালাম জানিয়ে নৌকায় ভোট চাওয়ার অনুরোধ পৌঁছে দেয়ার আহবান জানান।

তিনি পুরাণবাজার ডিগ্রি কলেজের জন্য আরো যা যা কাজ করা দরকার করা হবে বলেও আশ^াস দেন। পরে ডা.দীপু মনিএমপি জাতির জনক বঙ্গবন্ধুর আত্মজীবনী শিক্ষার্থীদের হাতে তুলে দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি ও কলেজ প্রতিষ্ঠাতা সদস্য মোঃ জাহাঙ্গীর আখন্দ সেলিম ও কুমিল্লা রেজিমেন্ট কমান্ডার লেঃ কর্ণেল সালাহউদ্দিন আল মুরাদ।

শুরুতে স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপ্রধান কলেজ অধ্যক্ষ রতন কুমার মজুমদার।

সহকারি অধ্যাপক সাইফুল ইসলামের পরিচালনায় এসময় মঞ্চে উপবিষ্ট ছিলেন কলেজ গভর্নিং বডির সদস্য ও চেম্বার অব কমার্সের সিঃ সহ সভাপতি সুভাষ চন্দ্র রায়, তমাল কুমার ঘোষ, ডা.মুস্তাফিজুর রহমান,হাবিবুর রহমান,সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুরুল ইসলাম নাজিম দেওয়ান, সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী বেপারী,জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান টুটুল,জেলা ছাত্রলীগের সভাপতি আতাউর রহমান পারভেজ, পৌর যুবলীগের আহবায়ক আঃ মালেক শেখ,কলেজ ছাত্রলীগের সভাপতি মাহবুবসহ দলীয় অন্যান্য নেতৃবৃন্দ।

এ ছাড়া শিক্ষক মন্ডলি ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত থেকে অনুষ্ঠান উপভোগ করেন।

একই রকম খবর

Leave a Comment