স্টাফ রিপোর্টার : চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ ওচমান গনি পাটওয়ারী বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে তাঁর স্বপ্নের সোনার বাংলা গড়ার উদ্যোগ স্তব্ধ করে দিয়েছিল মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি। দেরীতে হলেও বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা, সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশ থেকে উন্নত দেশের দিকে ধাবিত। এখন প্রয়োজন স্বাধীনতার স্বপক্ষের সকল শক্তির ঐক্যবদ্ধ প্রচেষ্টা। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে স্বাধীনতার স্বপক্ষের সব শক্তি ঐক্যবদ্ধ থেকে নৌকার বিজয় নিশ্চিত করুন। কেননা, নৌকা তথা আওয়ামী লীগ ক্ষমতায় আসলেই দেশের উন্নতি হয়। শেখ হাসিনা ক্ষমতায় থাকলেই দেশ সামনের দিকে এগিয়ে যায়। স্বাধীনতার পরাজিত শক্তি আবারো ক্ষমতা দখল করতে পারলে দেশ বহু বছরের জন্য পিছিয়ে পড়বে। দেশের বৃহত্তম রাজনৈতিক সংগঠন হিসেবে এ দলের নেতা-কর্মীদের মধ্যে প্রতিযোগিতা ও প্রতিদ্ব›িদ্বতা থাকবেই। তবে দলের স্বার্থে আগামী নির্বাচনে আমাদের সকলকে নৌকার পক্ষে ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই।
বুধবার চাঁদপুর আনসার ও ভিডিপি কার্যালয়ে জাতীয় শোক দিবস উলপলক্ষে আয়োজিত মাসব্যাপী আলোচনা সভার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে অনুষ্ঠিত এই আলোচনা সভার নির্ধারিত বিষয় ছিল ‘জাতির পিতার স্বপ্ন : দিন বদলের সনদ, জননিরাপত্তা নেটওয়ার্ক ও আগামী জাতীয় নির্বাচনে আনসার ও ভিডিপির কর্মকৌশল।’
প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সঠিকভাবে দায়িত্ব পালনের জন্য আনসার ও ভিডিপি সদস্যদের প্রতি উদাত্ত আহবান জানান। স্বাধীনতার পরাজিত শক্তি ও জঙ্গীরা যাতে নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি ঘটাতে না পারে সে ব্যাপারে আনসার ও ভিডিপি সদস্যদের সতর্ক থাকার আহবান জানান তিনি।
প্রধান অতিথি তার বক্তব্যে জেলা আনসার-ভিডিপি কার্যালয়ে শহীদ আনসার সদস্য আলতাফ হোসেন স্মৃতি তোরণ নির্মাণ, প্রশিক্ষণার্থীদের জন্য সেলাই মেশিন ও ল্যাপটপ বরাদ্দেন ঘোষণা দেন।
আনসার ও ভিডিপির জেলা কমান্ডার (সিনিয়র উপ-পরিচালক) এএসএম আজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শিশু একাডেমীর উপ-পরিচালক কাউসার আহমেদ।
অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. মুজিবুর রহমার, উপেজলা প্রশিক্ষক মো. আজমাইন ভূঁইয়া প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন হাজীগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ইমন দাশ গুপ্ত।