মুজিবনগর দিবস উপলক্ষে চাঁদপুর জেলা আ’লীগের আলোচনা সভা

স্টাফ রিপোর্টার : ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে চাঁদপুর জেলা আওয়ামী লীগের আলোচনা সভা বুধবার (১৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টায় জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ।

এ সময় তিনি তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু ৭ মার্চের ভাষণ দিয়েছেন সেই ভাষনের পর যুদ্ধ সংগঠিত হয় এবং বাংলাদেশ স্বাধীনতা লাভ করেন। তারপর এই দিনে মেহেরপুরের বৌদ্ধনাথ তলায় সরকার শপথ গ্রহণ করে আর এ শপথের সাথে সাথে বাংলাদেশ পরিপূর্ণ স্বাধীনতা লাভ করেন। ৭মার্চ ভাষণ সারা পৃথিবীর মানুষের জন্য ঐতিহাসিক ভাষণ।

অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল বলেন, ১০ এপ্রিল স্বাধীনতা ঘোষনার পাঠ তৈরী হয়েছিল পরে এই দিনে এসে তা বাস্তবায়ন হয়। আজকে অনেকে আমাদের স্বাধীনতার সঠিক ইতিহাস জানেনা কিন্তু আমাদের প্রত্যেককে আমাদের দেশের স্বাধীনতার সঠিক ইতিহাস জানতে হবে।

জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো: শাহআলম মিয়ার পরিচালনায় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো: আব্দুর রশিদ সর্দার, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, জেলা আওয়ামী লীগের সদস্য এডভোকেট বদিউজ্জামান কিরন, পৌর আওয়ামী লীগের সভাপতি রাধা গৌবিন্দ গোপ, সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল, জেলা যুব লীগের যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান টুটুল, যুগ্ন আহবায়ক মোহাম্মদ আলী মাঝি, শ্রমিক লীগের সভাপতি মাহবুবুর রহমান, মহিলা কাউন্সিল ফরিদা ইলিয়াছসহ জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা ।

একই রকম খবর

Leave a Comment