প্রেস বিজ্ঞপ্তি : ফরিদগঞ্জ উপজেলার ১নং বালিথুবা পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম ডা. আবুল হাসেমের ছেলে, বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সিটি এসবি) মোঃ জসিম উদ্দিনের (৩৫) অকাল মৃত্যুতে গভীর শোক এবং সমবেদনা জানিয়েছেন চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান।
এক শোক বার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। বুধবার হৃদরোগে আক্রান্ত হয়ে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জসিম উদ্দিন মারা যান।
বুধবার বাদ আসর মরহুমের নিজ বাড়িতে তার নামাজে জানাজার অনুষ্ঠিত হয়। এরপর পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়েছে।