মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের সেচ ক্যানেল ভেঙ্গে পাকা ধানের ব্যাপক ক্ষতি

বোরহান উদ্দিন ডালিম : দেশের অন্যতম মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের পশ্চিম বাইশপুর এলাকায় ২৯ এপ্রিল দুপুরে ইউ-১ সেচ ক্যানেল ভেঙ্গে পানি ধান খেতে প্রবেশ করেছে। পানি প্রবেশ করায় ঐ এলাকার কয়েকজন কৃষকের পাকা ধানের ব্যাপক ক্ষতি সাধন হয়।

এলাকাবাসী জানায়, কয়েক দিন যাবৎ এখান দিয়ে পানি লিকেজ করে এবং ক্যানেলে পানি ছিল পরিপূর্ণ। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা-কর্মচারী এবং পানি ব্যাবস্থাপনা দলের কোন তদারকি লক্ষ্য করা যায়নি। আরও জানা যায়, এ ক্যানেল দেখা শোনা করার জন্য চেকম্যান রয়েছে তাদেরকেও দেখা যায়নি। এখন মাঠে প্রায় খেতেই পাকা ধান।

আর প্রায় ১০-১৫ দিন উচু খেতে পানি প্রয়োজন হবে। এ মূহুর্তে সেচ ক্যানেল ভেঙ্গে গেছে। এখানে যদি জরুরী ব্যবস্থা বা মেরামত করা না হয়, তা হলে ইউ-১ ক্যানেল এলাকার কৃষকদের অনেক ক্ষতি সাধন হবে। জরুরী ভিত্তিতে ক্যানেলটি মেরামত করার দাবী জানান কৃষক কৃষানী।

একই রকম খবর

Leave a Comment