মতলব উত্তর সংবাদদাতা : দেশের দ্বিতীয় বৃহত্তম মতলবের মেঘনা ধনাগোদা সেচ প্রকল্প। এ সেচ প্রকল্পের আমনের মৌসুমে পুরোদমে রোপা চলছে।
কৃষকরা চারা রোপনের কাজে ব্যস্ত সময় কাটাচ্ছে। সরে জমিনে মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের গজরা, ওটারচর, তালতলী, মরাদোন, কালীপুর, মিঠুর কান্দি, বৈদ্যনাথপুর, ঠাকুরচর, ব্রাক্ষনচক, দুলাল কান্দি, জীবগাঁও এলাকা ঘুরে দেখা গেছে, সেচ প্রকল্পের জমিতে কৃষানীরা বীজতলা থেকে চারা উঠাতে সহায়তা করছে।
মতলব উত্তর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ বছর সেচ প্রকল্পের আমন মৌসুমে ১টি পৌরসভা ও ১৪টি ইউনিয়নে ২’শ হেক্টর জমিতে বীজতলার প্রদর্শনী প্লট ব্যবস্থা করা হয়। বীজতলা থেকে চারা উঠিয়ে ৮ হাজার হেক্টর জমিতে আমনের চারা রোপনের কাজ চলছে। তারা জানায়, আমনের মৌসুমে বি,আর-১২, ২৩, ব্রি- ৩২,৩৩,৪০,৪১,৪৫,৫০,৫২, ৫৩, বিনা-৭ বীজতলা করা হয়েছে। এছাড়াও স্থানীয় জাত কালো জিরা, মুড়িশাল ধানের চারা ও রোপন করা হবে।
মতলব উত্তর উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা নয়ন মিয়া জানান, মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পে ইতিমধ্যে ১ হাজার ২’শ হেক্টর জমিতে উফসী জাতের ধানের চারা রোপন সম্পন্ন হয়েছে। এ ছাড়াও ৩০ হেক্টর জমিতে দেশী জাতের চারা রোপন করা হয়েছে।
মতলব উত্তর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সালা উদ্দিন জানান, আমন মৌসুমে মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পে ৮ হাজার হেক্টর জমিতে আমনের চারা রোপন করা হবে।