জিলানী চিশতী কলেজে মেধাবী শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ বিতরণ

মো: রানা সরকার: বীর প্রতীক মমিন উল্লাহ ট্রাস্টের উদ্যোগে চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী শাহতলী জিলানী চিশতী কলেজের ব্যবস্থাপনায় কলেজের গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

১৮ জুলাই (বুধবার) সকাল ১০টায় কলেজ মিলনায়তনে জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মো: হারুন-অর রশিদের সভাপতিত্বে ও ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কলেজ গভনির্ং বডির সদস্য মো: আবুল কালাম আজাদ এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

তিনি তার বক্তব্যে বলেন মৈশাদীর কৃতিসন্তান মমিন উল্লাহ পাটওয়ারী একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি ছিলেন বাংলাদেশ সরকারের একজন সচিব। তার নামেই একটি কল্যান ট্রাস্ট করেছেন। এই কল্যান ট্রাস্ট থেকেই তিনি তোমাদের সহযোগিতা করছেন। আমার পিতা অ্যাডভোকেট মরহুম আলহাজ্ব তাহের হোসেন রুশদী সাহেবের শোকসভা অনুষ্ঠানে বীর প্রতীক মমিন উল্লাহ পাটওয়ারী ছোট ভাই চাঁদপুর জেলা পরিষদের সদস্য মো: নুরুল ইসলাম পাটওয়ারী ২০জন শিক্ষার্থীদের অনুদান দেয়ার ঘোষনা দেন। তিনি শোকসভায় প্রতিকীভাবে দুজনকে দিয়েছেন।বাকী ১৮জনকে আজ নগদ অর্থ দেওয়া হলো ।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন তোমরা যারা এ অনুদানের টাকা পেয়েছো তারা শিক্ষার কাজে ব্যয় করবে। এই অনুদানের টাকা দিয়ে তোমরা বই, খাতা, কলম ইত্যাদি কিনবে। তোমরা ভালো ভাবে লেখাপড়া করলে ভবিষ্যতে মমিন উল্লাহ ট্রাস্ট থেকে আরও সহযোগিতা পাবে। তাই তোমাদের পড়ালেখার প্রতি মনোযোগী হতে হবে ও ভালো ফলাফল অর্জন করতে হবে।

এছাড়াও তিনি আরও বলেন গত ১৪ জুলাই আমার পিতা অ্যাডভোকেট মরহুম আলহাজ্ব তাহের হোসেন রুশদী সাহেবের শোকসভা অনুষ্ঠানে আমার পিতার নামে একটি কল্যান ট্রাস্ট গঠন করার ঘোষনা দিয়েছি। এ ট্রাস্ট থেকেও তোমাদের সহযোগিতা করা হবে। চাঁদপুর জেলা প্রশাসক মহোদয়ের উদ্যোগে ১৩০টি প্রাথমিক বিদ্যালয়ে ১৮হাজার শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়তা দেওয়া হয়েছে। এতে শিক্ষার্থীরা উপকৃত হয়েছে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেপাল চন্দ্র কর্মকার, জিলানী চিশতী কলেজ এর প্রভাষক ও কলেজ গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি সদস্য মো: গোলাম সারওয়ার, অভিভাবক ও ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: দিদার হোসেন মিজি ,স্থানীয় যুবলীগ নেতা মো: আবুল কাশেম কারী।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিলানী চিশতী কলেজ এর প্রভাষক ও কলেজ গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি সদস্য মো: নুরুল বাতেন, গভনির্ং বডির মহিলা সদস্য প্রভাষক নুরুনাহার বেগম মুক্তা,কলেজ শরীর চর্চা শিক্ষক হালিমা আক্তার, অভিভাবক মো: জাকির হোসেন গাজী, অভিভাক মো: মুকবুল হোসেন মিজিসহ অন্যান্য অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন জিলানী চিশতী কলেজ অধ্যক্ষ মো: হারুন-অর রশিদ। তিনি সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।

একই রকম খবর

Leave a Comment