চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তা বিতরণ

স্টাফ রিপোর্টার : দি অপটিমিস্ট (সেবা ও কল্যাণ ধর্মী আমেরিকা প্রবাসী বাঙ্গালীদের স্বেচ্ছাসেবী দাতব্য সংগঠন) চাঁদপুর শাখা কর্তৃক চাঁদপুর জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত অসচ্ছল দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়তার নগদ অর্থ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

গত ১৫ই নভেম্বর শুক্রবার চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে দি অপটিমিস্ট চাঁদপুর জেলা পরিচালক অ্যাডভোকেট জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নুরুল ইসলাম নাজিম দেওয়ান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দি অপটিমিস্টের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল করিম, চাঁদপুর জেলা পরিষদের ৪নং ওয়ার্ড সদস্য ও মৈশাদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ নুরুল ইসলাম পাটোয়ারী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এটিএন বাংলার চাঁদপুর প্রতিনিধি প্রার্থনাথ চক্রবর্তী,দৈনিক চাঁদপুর খবর পত্রিকার শাহরাস্তি প্রতিনিধি রফিকুল ইসলাম, চাঁদপুর জেলা আইনজীবী সমিতির হিসাবরক্ষক কর্মকর্তা মোঃ ফারুক গাজী প্রমূখ। অনুষ্ঠান শেষে দি অপটিমিস্ট কতৃক চাঁদপুর জেলার ২৭জন অসচ্ছল দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে ৯৩০০ টাকা করে আর্থিক সহায়তা বিতরণ করেন।

একই রকম খবর