স্টাফ রিপোর্টার : আমাদের লক্ষ্য আলোকিত সমাজ গড়া এই শ্লোগানকে সামনে রেখে এগিয়ে চলা একুশের চেতনা সংগঠনের উদ্যেগে মেধা বৃত্তি পুরস্কার ও এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ১২ মে শনিবার দুপুর ২টায় মুন্সীরহাট উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন চাঁদপুর সরকারী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ কামাল হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সরকারী কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ কামরুল হাছান। তিঁনি তার বক্তব্যে বলেন মোহাম্মদ কামরুল হাছান বলেন বর্তমান সময়ে পৃথিবীতে যা কিছু আমাদের অর্জন হয়েছে তা শুধু মাত্র শিক্ষার কারনে সম্ভব হয়েছে। জীবনে প্রতিষ্ঠিত সাফল্য পেতে হলে ভালো ছাত্র হতে হবে আর ভালো ছাত্র হতে হলে ভালো ভাবে লেখাপড়া করতে হবে, জীবনে লেখাপড়ার বিকল্প কিছুই নেই।
তিনি আরও বলেন বর্তমানে আমাদের গ্রামের ছেলে মেয়েরা লেখাপড়া থেকে শুরু করে সব কিছুতেই পিছিয়ে আছে, তার করন হচ্ছে অবিভাবকদের সচেতনতার অভাব। অবিভাবক ও শিক্ষার্থীদেও উদ্দ্যেশে বলেন বাল্য বিবাহ, মাদক, ইভটিজিং ও জঙ্গীবাদ থেকে দুরে থাকুন।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ও শিক্ষদের উদ্দ্যেশে তিনি বলেন বিদ্যালয়ে একটি শহীদ মিনার নেই, আপনারা আমাকে বিদ্যালয়ের একটি নিদিষ্ট জায়গা নির্ধারন করে দিলে আমার ব্যাক্তিগত পক্ষ থেকে একটি শহীদ মিনার করে দিব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ ইউনুছ মিয়া, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মোঃ জহিরুর ইসলাম হাজরা, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ছাখাওয়াত উল্লাহ, মোহনপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ মতিন মিয়া, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ নজরুল ইসলাম, মুন্সীরহাট বাজার ব্যবস্থপনা কমিটির সভাপতি আঃ শুক্কর মাষ্টার, বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও একুশের চেতনায় সংগঠনের সাধারন সম্পাদক মোঃ কামরুল ইসলাম জলিল, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মানছুরা আক্তার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মাহবুব হোসেন মুন্না, মাসুদ রানা, হুমায়ন কবির প্রধানীয়া,মোঃ মোস্তাফা গাজী, ফরিদা ইয়াছমিন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাজী মোঃ সহিদুল্লা, সফিকুর ইসলাম, তপন চক্রবর্তী, মাহবুবি আক্তার, সাহেরা আক্তার প্রমূখ।
অনুষ্ঠান শেষে একুশের চেতনায় সংগঠনের উদ্যেগে ২৮জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি পুরস্কার ও আর্থিক অনুদান এবং বিদ্যালয়ের এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার তুলেদেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠানের প্রারম্ভে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মোঃ কাউছার হামিদ ও গীতা পাঠ করেন সহকারী শিক্ষক কানাই লাল সরকার।