চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুরের জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান বলেছেন, আমাদের দেশের সার্বিক অনেক উন্নয়ন হয়েছে। দেশের বাহিরে গেলে দেখা যায়, বিশে^র বড় বড় দেশে আমাদের দেশের মানুষই নেতৃত্ব দিচ্ছে এবং বড় ধরনের প্রতিষ্ঠানে কাজ করছে। ওইসব দেশে পরিচ্ছন্ন কর্মী হিসেবে আমাদের দেশের লোকজন কাজ করেন না, অন্য দেশের লোকজন এখন এসব কাজ করে। এতেই বুঝা যায় আমাদের অবস্থানটা কোথায়।
বুধবার (১ মে) সকাল ১০টায় চাঁদপুর জেলা প্রশাসন, জেলা শ্রম কল্যাণ কেন্দ্র ও শ্রম অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে মহান মে দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, সরকার দেশের সকল ক্ষেত্রে উন্নয়নের চেষ্টা অব্যাহত রেখেছেন। শুধুমাত্র শ্রমিক নয়, সকল শ্রেনী পেশার মানুষকে তার নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। যোগ্যতা থাকলে যে কোন স্থানে তার প্রতিফলন ঘটানো সম্ভব।
জেলা প্রশাসক বলেন, আমরা এখন আগুন সন্ত্রাসদেরকে চিহ্নিত করবো। কারণ তারা সমাজ ও দেশের ভাল চান না। তার নিজ পরিবারের লোকদের কাছেও নিরাপদ নয়। খারাপ লোকগুলো যখন স্ত্রী ও সন্তানের কাছে চিহ্নিত হয়, তখন তারাও তাকে এড়িয়ে চলেন। তারা সমাজ থেকেও বিদায় নিতে হয়।
শ্রমিকদের উদ্দেশ্যে করে বলেন, আপনারা খারাপ লোকদের সাথে চলবেন না। খারাপ লোকদের সংখ্যা খুবই কম। ভাল মানুষ ও ভাল কাজের সাথে থাকলে আমরা এগিয়ে যেতে পারবো। আমাদের দেশ অনেক শান্তির দেশ। আমরা খুব দ্রæত এগিয়ে যাচ্ছি। বিশে^র উন্নত দেশগুলো খুব পরিপাটি ও সুন্দর থাকলেও তাদের মধ্যে ভালোবাসা নেই। তাদের মধ্যে ভালোবাসার খুবই অভাব। আসুন দেশ গড়ার কাজে সরকারকে সহযোগিতা করি।
ঘুর্ণিঝড় ‘ফনি’ সম্পর্কে বলেন, আগামী ২ ও ৩ মে’র মধ্যে বড় ধরনের প্রাকৃতিক দূর্যোগ দেখা দিতে পারে। আমরা এ জন্য মঙ্গলবার সন্ধ্যায় জরুরি সভা করেছি। দূর্যোগের সময় শ্রমিকসহ সকল শ্রেণি পেশার মানুষের সহযোগিতা লাগবে। আপনারা সকলেই নিজ নিজ অবস্থান থেকে কাজ করবেন এবং দূর্যোগ সম্পর্কে সকলকে অবহিত করবেন। দূর্যোগ মোকাবেলায় আমাদের দেশে এখন দক্ষ ম্যানেজমেন্ট রয়েছে।
সভায় চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর পুলিশ সুপার (এসপি) জিহাদুল কবির বিপিএম, পিপিএম, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আলহাজ¦ আবু নঈম পাটওয়ারী দুলাল।
সভা সঞ্চালনায় ছিলেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোরশেদুল ইসলাম।
শ্রমিক নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন শ্রম অধিদপ্তর চাঁদপুর এর কর্মকর্তা মো. হযরত আলী, বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. বাবুল মিজি, মানবাধিকার কমিশন চাঁদপুর জেলা সভাপতি গাজী মো. রহমত উল্যাহ, রেলওয়ে শ্রমিক লীগের সভাপতি মাহাবুবুর রহমান, ট্রাক ট্র্যাংক লরি শ্রমিক ইউনিয়নের সভাপতি আবুল কালাম মন্টু, স্টীমার ঘাট শ্রমিক ইউনিয়ন সভাপতি মো. ইসমাইল হোসেন।
শুরুতে পবিত্র কুরআন থেকে তিলওয়াত করেন মো. ইব্রাহীম খলিল ও গীতা পাঠ করেন জেলা প্রশাসক কার্যালয়ের উচ্চমান সহকারী বিমল চন্দ্র দে।
এর পূর্বে সকাল ৯টায় মে দিবস উপলক্ষে শহরের ইলিশ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়ক হয়ে জেলা প্রশাসক কার্যালয় সম্মুখে এসে শেষ হয়। র্যালীতে জেলা সদরের বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ শ্রমিকরা অংশগ্রহণ করে।