স্টাফ রিপোর্টার : মহান মে দিবস উপলক্ষে চাঁদপুর জেলা শ্রম ও কল্যান কেন্দ্রের আয়োজনে শ্রমিকদের পরিবারের সদস্যদের নিয়ে বিভিন্ন ক্রিড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
১লা মে বুধবার বিকেলে শহরের পুরাণবাজার কয়লাঘাটস্থ জেলা শ্রম ও কল্যান কেন্দ্রের কার্যালয় হলরুমে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এবং পুরস্কার তুলে দেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান। জেলা শ্রম ও কল্যান কেন্দ্রের সংগঠক মো. হযরত আলীর সভাপতিত্বে ও ইফজুল আলমের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর ও জেলা যুবলীরে যুগ্ম আহŸায়ক মোহাম্মদ আল মাঝি, জেলা সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি কামাল হোসেন, বিটাক কর্মচারি ইউনিয়নের নেতা ফজলুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে এডিএম মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান বলেন, শ্রমিক আন্দোলন হয়েছে মালিকদের বিরুদ্ধে। কিন্তু আজ আর সেই দিন নেই। এখন শ্রমিক মালিক এক হয়ে কাজ করছে। মালিক-শ্রমিক সম্মিলিতভাবে সমাজ গড়ে তুলছে।
তিনি আরও বলেন, বর্তমান সরকার শ্রমবান্ধব সরকার। শ্রমিকদের স্বার্থ চিন্তা করে সরকার শ্রম আইনসহ নানা উদ্যোগ নিয়েছে। একটি সুন্দর পৃথিবী গড়ে তুলতে মালিক-শ্রমিক সু-সম্পর্ক থাকতে হবে। শ্রমিকদের দাবি দাওয়া থাকলে আন্দোলন না করে সেটি আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে।