মৈশাদীতে অসহায়দের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ

মো: রানা সরকার: মহামারি করোনা ভাইরাসের সংক্রমন রোধে সরকার কর্তৃক কঠোর লকডাউনে ৩৩৩নম্বরে আবেদনকৃত কর্মহীন ও অসহায় পরিবারকে চাঁদপুর জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের তত্ত্বাবধানে সদর উপজেলা ৬নং মৈশাদী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ৮টি অসহায় পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার ত্রান বিতরণ করা হয়েছে।

গতকাল ৩০জুলাই (শুক্রবার) চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার সানজিদা শাহনাজ এ খাদ্য সহায়তা ((১০কেজি চাল, ২কেজি আলু, ২কেজি পেয়াজ, ১কেজি লবন, ১কেজি ডাল, ১লিটার তেল) বিতরণ করেন।

জনগণকে সচেতন করে চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার সানজিদা শাহনাজ সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আজকে যারা মৈশাদী ইউনিয়নের ৩৩৩ তে কল করেছেন তাদের জন্য আমরা মৈশাদী ইউনিয়নে ত্রান সামগ্রি নিয়ে এসেছি। অন্যান্য যারা দু:স্থ্য আছেন, তারাও ৩৩৩ তে ফোন দিতে পারেন। তখন আমরা তাদের জন্য এভাবে ত্রান নিয়ে আসব অথবা আমরা আপনাদের উপজেলা পরিষদে নিয়ে ত্রান দিয়ে দিব।

ইউএনও আরো বলেন, আপনারা দয়াকরে স্বাস্থ্যবিধি মানবেন, মাস্ক পরিধান করবেন। আমাদের যে লকডাউন সরকার ঘোষনা করেছে, সে লক ডাউন কার্যকর করতে আপনারা সহযোগিতা করবেন। লকাডাউনে আপনারা ঘরে থাকার জন্যই আমরা ত্রান সামগ্রি নিয়ে আসছি মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে। সুতরাং আপনারা ঘরে থাকুন এবং আমাদের লকডাউন বাস্তবায়ন করতে সহায়তা করুন।

এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, ৬নং মৈশাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মানিকের পক্ষ থেকে মৈশাদী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জিলন মেম্বার, ইউনিয়ন পরিষদের সচিব মো: আবু বকর মানিক,৬নং মৈশাদী ইউনিয়ন আওয়ামীলীগের সেক্রেটারী মো: শাহ আলম মিয়াজী, ৬নং মৈশাদী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো: তারেক খান, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ,মৈশাদী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যগণসহ অন্যান্য।

এছাড়াও মৈশাদী ইউনিয়ন থেকে ফেরার পথে আরও ২জন দু:স্থ্য ও কর্মহীন লোককে পেয়ে তাদের হাতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার (ত্রান) তুলে সদর ইউএনও সানজিদা শাহনাজ।

একই রকম খবর