স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলাস্থ ৬নং মৈশাদী ইউনিয়নের দক্ষিণ মৈশাদীতে গভীর রাতে পুকুরে বিষ প্রয়োগ করে বিভিন্ন জাতের মাছের পোনা ও বড় মাছ নিধন করার অভিযোগ পাওয়া গেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্থ মো. বিল্লাল গাজী।
এ ঘটনায় ৭ জুলাই চাঁদপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে বাদী মো. বিল্লাল গাজী, পিতা মৃত : সামসুল হক গাজী, সাং : দক্ষিণ মৈশাদী, চাঁদপুর সদর।
অভিযোগে তিনি উল্লেখ্য করেন, গত ৬ জুলাই রাত ১টা থেকে ৩ টার মধ্য কে বা কাহারা দক্ষিণ মৈশাদী ইউসুফ খানের বাড়ির সামনে লিজকৃত পুকুরে বিষ প্রয়োগ করে পুকুরে চাষকৃত পোনা ও বড় মাছ নিধন করে। এতে ২ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।
অভিযোগে তিনি আরো উল্লেখ্য করেন, যে (১) মোফাজ্জল বেপারী, পিতা, লতিফ বেপারী, (২) রাসেল মিজি, পিতা, বড়দা (ডাক নাম) দক্ষিণ মৈশাদী, চাঁদপুর সদর। দ্বয়ের সাথে বিরোধ ছিলো। তার সূত্র ধরে তারা এ ঘটনা ঘটাতে পারে বলে তিনি অভিযোগে উল্লেখ্য করেন।
ঘটনাটি তদন্ত করার জন্য চাঁদপুর মডেল থানার এসআই নুর হোসেনকে দায়িত্ব প্রদান করা হয়েছে।
এ ব্যাপারে ৬নং মৈশাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মানিক বলেন, যারা এ ঘটনা ঘটিয়েছে তারা মারাত্মক অপরাধ করেছে। এ ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে দ্রæত আইনের আওতায় আনতে হবে । বাদী থানায় অভিযোগ করেছেন। বিষয়টি আইনি প্রক্রিয়া চলছে।