চাঁদপুর খবর রির্পোট : অনলাইন ডাটা এন্ট্রি এবং ব্যাংক একাউন্ট শেষে বয়স্ক,বিধবা ও প্রতিবন্ধি ভাতা বই পেয়ে খুশি চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়নের উপকারভোগী জনগণ।
শুক্রবার মৈশাদী ইউনিয়নের চেয়ারম্যানের নিজস্ব বাসভবনে আনুষ্ঠানিকভাবে উপকারভোগীদের মাঝে ভাতা বই বিতরণ করেন মৈশাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মানিক ।ইউনিয়নের বয়স্ক,বিধবা ও প্রতিবন্ধি ভাতা বই প্রাপ্ত প্রত্যেক উপকার ভোগীদের হাতে বই তুলে দেন চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মানিক ।
এ ব্যাপারে মৈশাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মানিক জানান ,অনলাইনের মাধ্যমে ইউনিয়নের সকল নাগরিক সেবা প্রদান করা হচ্ছে । এতে করে জনসাধারণ মহাখূশী ।আর এতে করে সচ্ছতা ও জবাবদিহিতা চলে এসেছে ।জনসাধারণের ভোগান্তিও কমে আসছে । আমি এ জন্য চাঁদপুর জেলা প্রশাসন , সদর উপজেলা নিবাহী অফিস ও সবোপরী মাননীয় শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি এমপি মহোদয়ের প্রতি কৃতজ্ব জানাচ্ছি ।