মো: রানা সরকার: মাননীয় শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি এমপির নির্বাচনী এলাকা চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়নের বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজসেবা অধিদপ্তর থেকে ভাতার বহি বিতরণ করা হয়েছে।
গত ৪ (জুলাই) বৃহস্পতিবার ভাতাভোগীদের হাতে বই তুলে দেন ৬নং মৈশাদী ইউনিয়নয় পরিষদের চেয়ারম্যান ও জেলার শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মানিক।
এ সময় উপস্থিত ছিলেন, মৈশাদী ইউনিয়ন পরিষদের সচিব মো: আবু বকর মানিক, মৈশাদী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহেদা বেগম, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা মো: আজাদ খান, ৬নং মৈশাদী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো: তারেক খান, মৈশাদী ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সদস্য মো: বারেক খান।