স্টাফ রির্পোটার : শেখ হাসিনার অবদান বয়স্কদের জন্য ভাতা প্রদান এই স্লোগানকে সামনে রেখে চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়নে বয়স্ক বিধবা ও অসচ্ছল প্রতিবন্ধীদের মাঝে ভাতার বই বিতরন করা হয়েছে।
১৭ জুন সোমবার দুপুরে মৈশাদী ইউনিয়ন পরিষদে প্রধান অতিথি হিসেবে এই ভাতার বই বিতরন করেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: নূরুল ইসলাম নাজিম দেওয়ান।
এসময় তিনি বলেন, বর্তমান সরকার অসহায় মানুষের কল্যানে কাজ করে যাচ্ছে। যার ফলে আজকে দেশের সকল শ্রেনি পেশার মানুষ খেয়ে পড়ে ভালো আছে। দেশ ধীরে ধীরে উন্নয়নের দিকে ধাবিত হচ্ছে। এভাবে উন্নয়নের ধারা চলতে থাকলে আমরা অচিরেই বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ দেশে পরিনত করতে পারবো।
মৈশাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মানিকের সভাপতিত্বে ও ইউপি সচিব আবু বকর মানিকের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, চাঁদপুর সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা, সদর উপজেলা সমাজসেবা অফিসার জামাল উদ্দিন, চাঁদপুর জেলা পরিষদের সদস্য মো: নূরুল ইসলাম পাটওয়ারী। এছাড়াও অনুষ্ঠানে শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন জাকির হোসেন, ইউপি সদস্যদের পক্ষে বক্তব্য রাখেন বজলুর গণি জিলন মেম্বার।
এ সময় উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান জাহেদা বেগম,ইউপি মেম্বার ফারুক সরকার,ইউপি মেম্বার মোশারফ হোসেন বেপারী,ইউপি মেম্বার বারেক খান,ইউপি মেম্বার মো: কালাম বেপারী, ইউপি মেম্বার মো:সেলিম বেপারী, ইউপি মেম্বার মো:দেলোয়ার হোসেন , ইউপি মেম্বার মো:আবুল হোসেন খান, ইউপি মেম্বার মো:হাকিম গাজী, মহিলা ইউপি মেম্বার শিল্পী আক্তার , মহিলা ইউপি মেম্বার শাহিদা বেগম প্রমুখ । এছাড়াও এদিন ৬নং মৈশাদী ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে প্রাথমিক বিদ্যালয় সমূহে হারমোনিয়ান, ভলিবল ও ফুটবল বিতরন করা হয়। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ইউপি সদস্যসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন, মৈশাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মানিক।