মৈশাদী ইউনিয়নে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির উদ্বোধন

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির ২০১৯ এর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে হামানকদ্দি পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয় ভোটার তালিকা হাল নাগাদের উদ্বোধন করেন জেলার শ্রেষ্ঠ, মৈশাদী ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মানিক।

এ সময় ইউপি সচিব আবু বকর মানিক, মহিলা সদস্য শিল্পী বেগমসহ গন্যমান্য বক্তিবগ উপস্থিত ছিলেন।

এ সময় মৈশাদী ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মানিক বলেন,হালনাগাদ ভোটার তালিকা করার সময় জনগনের যাতে দুভোগ না হয় সেদিকে নজর রাখতে হবে । বিষয়টি পরিষদ থেকে সাবক্ষনিক মনিটরিং করা হচ্ছে । এ ব্যাপারে জনগনকে সহযোগিতার আশ্বাস দেন ।

একই রকম খবর