এম এম কামাল : চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়ন পরিষদের উদ্যোগে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী, স্বাধীনতার স্থপতী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বাষির্কী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।
বুধবার (১৫ আগস্ট) সকাল ১০টায় ইউনিয়ন পরিষদ হলরুমে কোরআন খতম, মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। দুপুর ১২টায় আলোচনা সভায় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মানিকের সভাপতিত্বে ইউপি সচিব আবু বকর মানিকের পরিচালনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট চিকিৎসক, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ জে আর ওয়াদুদ টিপু।
এ সময় বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক রাকিব উদ্দিন ঢালী জুয়েল, জেলা যুবলীগের যুগ্ম আহŸায়ক মাহফুজুর রহমান টুটুল, অ্যাডঃ সাইফুদ্দিন বাবু, পৌর আওয়ামী লীগ নেতা আলমগীর ভুইয়া, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোঃ শাখাওয়াত খান, চাঁদপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অপু পাটওয়ারী, মৈশাদী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তারেক খান, মৈশাদী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ১ জাহেদা বেগম, হাকিম গাজী, শিল্পী বেগম, ওয়ার্ড মেম্বার ফারুক সরকার, বজলুল গনি জিলন, মোশারফ হোসেন, সেলিম বেপারী, আবুল হোসেন মনা, দেলোয়ার হোসেন, কালাম বেপারী, বারেক খান, প্রমুখ।