স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকাল সাড়ে ৫টায় মৈশাদী বালিকা উচ্চ বিদ্যালয়ে ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব খান আব্দুস সাত্তার মাস্টারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান স্বপনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান দেওয়ান মোঃ শফিকুজ্জামান ।
তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গনতন্ত্রের প্রবক্তা । তিনি ছিলেন এদেশে জনপ্রিয় একজন রাষ্ট্রনায়ক ছিলেন । তার দল জাতীয়তাবাদী বিএনপি এদেশের অন্যতম সর্ববৃহৎ জনপ্রিয় একটি রাজনৈতিক দল । তিনি বলেন,আজকের এইদিনে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি দাবী করছি । মিথ্যা মামলায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে কারাগারে রাখা হয়েছে ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান ও মৈশাদী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মানিক, জেলা কৃষকদলের সভাপতি এনায়েতউল্ল্যাহ খোকন, মৈশাদী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি শফিকুর রহমান ভুঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল বাশার, সাংগঠনিক সম্পাদক তাফাজ্জাল হোসেন বেপারী, মৈশাদী ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মফিজুর রহমান মুকুল, সাধারণ সম্পাদক বাবুল মৃধা কালু, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব খান বাবলু, সহসাধারণ সম্পাদক লিটন খান ভুট্রো,বোরহান উদ্দিন খান ,সাংগঠনিক সম্পাদক পিন্টু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি রুবেল বেপারী, সহ মৈশাদী ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।