মৈশাদী ইউপির ইউডিসি উদ্যোক্তা কাউছার আলম বিলাসের বৌ-ভাত

শুক্রবার (২১ জুন) চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়ন ইউডিসি উদ্যোক্তা কাউছার আলম বিলাসের বৌ-ভাত অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মানিক ,প্যানেল চেয়ারম্যান জাহেদা বেগম ,সচিব আবু বক্কর মানিকসহ ইউপি সদস্যরা অংশ নেন ।

একই রকম খবর