মৈশাদী ইউপি চেয়ারম্যানের অর্থায়নে হামানকর্দ্দী সপ্রাবিতে সিলিং ফ্যান বিতরণ

চাঁদপুর খবর রিপোর্ট ।। বিভিন্ন শ‌িক্ষা প্রত‌িষ্ঠ‌ানের ন্যায় ৫৪নং হামানকর্দ্দী সরকারি  প্রাথমিকি বি‌দ্যালয়ে‌র কোমলতী   ছাত্র/ছাত্রীদে‌র মাঝে মৈশাদী ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মানিকের অর্থায়নে সিলিং ফ্যান বিতরণ করা হয়।

শনিবার (২১ জুলাই) মৈশাদী ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মানিকের পক্ষ থেকে প্যানে‌ল চেয়ারম্যান জাহে‌দা বেগম প্রধান শি‌ক্ষকে‌র কাছে  ফ্যান হস্তান্তর কর‌েন।

একটি‌ শিক্ষি‌ত ইউনি‌য়ন গড়ার লক্ষে মৈশাদী ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মানিক নিরলস ভাবে কাজ  করে  যাচ্ছেন ।

একই রকম খবর

Leave a Comment