স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মানিকের ব্যাক্তিগত উদ্যোগে মৈশাদী ইউনিয়নের বীর প্রতীক মমিন উল্লাহ পাটোয়ারী একাডেমির ছাত্রীদের মাঝে ছাতা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় একাডেমির প্রতিষ্ঠাতা সাবেক সচিব বীর প্রতীক মমিন উল্লাহ পাটোয়ারী অনুষ্ঠানে উপস্থিত থেকে এসব ছাতা বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের ৪নং ওয়ার্ডের সদস্য ও মৈশাদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম পাটোয়ারী, মৈশাদী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মানিক, মৈশাদী ইউপি সচিব আবু বকর মানিক, বীর প্রতীক মমিন উল্লাহ পাটোয়ারী একাডেমির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ এমদাদুল হক, প্রভাষক খান এম জাহিদ, মাওঃ আঃ রউফ খান, আজহার উদ্দিন, লাফিজা লুবাবা, সাজিদা আক্তার, রোকশানা আক্তার, আবু সালে, আল আমিন, উম্মে হাবিবা, সিনিকদা চক্রবর্ত্তী, হ্যাপী আক্তার প্রমুখ।
এ সময় মৈশাদী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মানিক ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে বলেন আগামীতে যারা মেধা তালিকায় প্রথম হবে, তাদের প্রত্যোককে একটি করে সাইকেল দেওয়া হবে।