মৈশাদী উচ্চ বিদ্যালয়ে তুষার খান ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত

স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার মৈশাদী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে রাশেদ জাহান তুষার খান সভাপতি নির্বাচিত হয়েছেন।

বুধবার বেলা ১১টায় সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে মাধ্যমিক শিক্ষা অফিসার প্রিজাইডিং অফিসার মো: কামাল খানের সভাপতিতে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নানের পরিচালনায় নবগঠিত ম্যানেজিং কমিটির সদস্যদের প্রস্তাব ও সমর্থনের ভিত্তিতে অভিভাবক প্রতিনিধি নির্বাচনে তিনি সভাপতি নির্বাচিত হন।

নির্বাচনে রাশেদ জাহান তুষার খান ও মনির উদ্দিন আহমেদ বিদ্যুৎ সভাপতির প্রার্থী ছিলেন। লায়লা সুলতানা মনির উদ্দিন বিদ্যুৎতের নাম সভাপতি হিসেবে প্রস্তাব করলে কোন সমর্থনকারী না থাকায় তুষার খান সভাপতি নির্বাচিত হন।

এ সময় নবগঠিত অভিভাবক ও শিক্ষক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন ।

রাশেদ জাহান তুষার খান একজন তরুন শিক্ষাবিদ, সমাজ সেবক ও ব্যবসায়ী হিসেবে মৈশাদীর সর্বস্তরের মানুষের মাঝে পরিচিতি লাভ করেছেন।
তুষার খান তার প্রতিক্রিয়ায় জানান, মৈশাদী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নের জন্য সব সময় কাজ করবেন। মৈশাদী উচ্চ বিদ্যালয়ে ছাত্র ছাত্রীদের যাতে শতভাগ শিক্ষা নিশ্চিত করা যায়, সে লক্ষ্য নিয়েই তিনি ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্ব নিয়েছেন। বর্তমান আধুনিক শিক্ষার সাথে প্রতিযোগীতা দিয়ে যাতে মৈশাদী উচ্চ বিদ্যালয়ে এগিয়ে যেতে পারে সেজন্য তিনি শিক্ষক, অভিভাবকসহ এলাকার সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগীতা কামানা করেছেন।

তুষার খান মৈশাদী উচ্চ বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় জেলার শ্রেষ্ঠ ও মৈশাদী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মানিক, মৈশাদী ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মাহবুবুর রহমান স্বপন, মৈশাদী ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক বিল্পব, মৈশাদী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি রুবেল হোসেন তাকেসহ কমিটির সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

একই রকম খবর