স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার ৫১নং মৈশাদী বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকার মান উন্নয়নের লক্ষে শিক্ষকদের সাথে জেলার শেষ্ঠ ও মৈশাদী ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মানিকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ জুলাই) বেলা ১১টায় বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় অত্র বিদ্যালয়ের শিক্ষারমান কি ভাবে উন্নয়ন করা যায়, সে বিষয়ে শিক্ষকদের সাথে পরামর্শ ও মতবিনিময় হয়। মৈশাদী ইউনিয়নে শতভাগ শিক্ষা নিশ্চিত করার লক্ষে তিনি ইউনিয়নের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছেন, শিক্ষক ও অভিভাবকদের সাথে পরামর্শ করছেন। এ সময় তিনি ছাত্র ছাত্রীদের সাথে কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা সদস্য শিল্পী বেগম, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিন্দু চক্রবত্তী, সহকারী শিক্ষিকা নিলুফা আক্তার, জান্নাতুল ফেরদৌস, কামরুন্নাহার, রাজিয়া সুলতানা, বীথি রানী পাল, আজিজুল হক, শামীমা নাছরিন
প্রমুখ।