মৈশাদী বালিকা সপ্রাবির শিক্ষকদের সাথে চেয়ারম্যান মানিকের মতবিনিময়

স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার ৫১নং মৈশাদী বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকার মান উন্নয়নের লক্ষে শিক্ষকদের সাথে জেলার শেষ্ঠ ও মৈশাদী ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মানিকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ জুলাই) বেলা ১১টায় বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় অত্র বিদ্যালয়ের শিক্ষারমান কি ভাবে উন্নয়ন করা যায়, সে বিষয়ে শিক্ষকদের সাথে পরামর্শ ও মতবিনিময় হয়। মৈশাদী ইউনিয়নে শতভাগ শিক্ষা নিশ্চিত করার লক্ষে তিনি ইউনিয়নের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছেন, শিক্ষক ও অভিভাবকদের সাথে পরামর্শ করছেন। এ সময় তিনি ছাত্র ছাত্রীদের সাথে কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা সদস্য শিল্পী বেগম, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিন্দু চক্রবত্তী, সহকারী শিক্ষিকা নিলুফা আক্তার, জান্নাতুল ফেরদৌস, কামরুন্নাহার, রাজিয়া সুলতানা, বীথি রানী পাল, আজিজুল হক, শামীমা নাছরিন
প্রমুখ।

একই রকম খবর