স্টাফ রিপোর্টার : যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের উদ্যোগে চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে (অনুর্ধ্ব-১৭) আশিকাটি ও মৈশাদী ইউপির মধ্য অনুষ্ঠিত হয়।
সোমবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০ টায় বাবুরহাট স্কুল এন্ড কলেজ মাঠে আশিকাটিকে ইউপিকে ২-০ গোলে হারিয়ে মৈশাদী বিজয়ী হয়।
খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং চাঁদপুর-৩ (সদর- হাইমচর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ডাঃ দীপু মনি এমপি।
চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমার সভাপতিত্বে এবং সদর উপজেলা সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা রবিউল হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক শওকত ওসমান।
এ সময় অরো বক্তব্য রাখেন,জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শহিদুল্লাহ মাস্টার। এ সময় উপজেলা নিবার্হী কর্মকর্তা কানিজ ফাতেমা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একে এম সাইফুল ইসলাম, জেলা পরিষদের ৪নং ওয়ার্ডের সদস্য নুরুল ইসলাম পাটওয়ারী, মৈশাদী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মানিক, আশিকাটি ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন পাটওয়ারী, মৈশাদী ইউপি সচিব আবু বকর মানিক, আশিকাটি ইউপি সচিব সুলতান মাহমুদসহ বিভিন্ন স্তরের লোক উপস্থিত ছিলেন।