৭ দিনেও চাঁদপুর খবর সম্পাদকের মোবাইল সেট উদ্ধার হয়নি!

চাঁদপুর খবর রিপোর্ট : গত ৭দিনেও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীর মোবাইল (০১৭১১০১৩৪৪৪) উদ্ধার করতে পারেনি মডেল থানা পুলিশ ।

শুধুমাত্র ঘটনাস্থল সদর উপজেলার শাহতলী রুশদী বাড়ী পরিদর্শণ করেন এসআই হাবিব । তিনি ঘটনাস্থল পরিদর্শণ করেই তার দায়িত্ব শেষ করেছেন। স্যামসন মোবাইলটিতে পত্রিকার গুরুত্বপুর্ণ তথ্য রয়েছে । মোবাইল সেটটি উদ্ধারে পুলিশের তৎপরতা থমকে গেছে ।

জানা গেছে,ঈদের পরের দিন ১৭ জুন গভীর রাতে কে বা কাহারা দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীর নিজ গ্রামের বাড়ী শাহতলী বাসা থেকে মোবাইল সেটটি চুরি করে নিয়ে যায় ।

এ ঘটনায় ১৮ জুন তিনি নিজে বাদী হয়ে চাঁদপুর মডেল থানায় সাধারণ ডায়রীভুক্ত করেন । সেই সাথে বিষয়টি মডেল থানার ওসি ওয়ালি উল্যাহকে অবহিত করেন । ওসি ওয়ালি উল্যাহ মোবাইল সেটটি উদ্ধারে পুলিশের এসআই হাবিবকে নির্দেশ দেন । কিন্তু আজ পর্যন্ত মোবাইল সেটটির কোন হদিস পাওয়া যায়নি ।

এ ছাড়াও বিষয়টি চাঁদপুর পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার ও চাঁদপুর গোয়েন্দা পুলিশ (ডিবি )কে ম্যাসেজের মাধ্যমে জানানো হয়েছে । এদিকে অভিযোগ রয়েছে শাহতলী এলাকায় ইয়াবা বিক্রি এবং সেবনকারীরাই এসব মোবাইল চুরি ও ছিনতাইয়ের সাথে জড়িত বলে জানান এলাকাবাসী । ইয়াবা বিক্রি এবং সেবনকারীদের আটক করে জিজ্ঞাসাবাদ করলেই মোবাইল সেট চুরির সাথে কারা কারা জড়িত তা প্রকাশ করা সম্ভব হবে । এর আগেও শাহতলী এলাকায় একাধিক মোবাইল চুরির ঘটনা ঘটেছে ।

একই রকম খবর

Leave a Comment