স্টাফ রিপোর্টার : চাঁদপুর শহরের মমিনপাড়া নিবাসী অব. সহকারী পোস্ট মাস্টার জেনারেল ও ষোলঘরস্থ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা কামালের পিতা মোহাম্মদ আলী হোসেন ভূঁইয়া ঢাকা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না…রাজেউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি একজন সদালাপী মানুষ ছিলেন।
মঙ্গলবার বাদ এশা মোমিনপাড়া বহরদর বাড়ি সম্মুখে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশগ্রহন করেন পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী, সাংবাদিক ফারুক আহমেদসহ জেলা শিক্ষক সমিতির নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেনি পেশার মানুষজন।
পরে তার মরদেহ চাঁদপুর পৌর কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পৌরমেয়র ও জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ। উল্লেখ্য, প্রয়াত মোহাম্মদ আলী হোসেন ভূঁইয়ার বড় ছেলে ষোলঘরস্থ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা কামাল ও মেঝ ছেলে এটিও মুকুল।
এদিকে ষোলঘরস্থ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা কামালের পিতা মোহাম্মদ আলী হোসেন ভূঁইয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী ।