শাহতলীতে প্রাক্তন অধ্যক্ষ মো. মজিবুর রহমানের দাফন সম্পন্ন

মো: রানা সরকার: চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী গ্রামের নিবাসী চান্দ্রা ইমাম আলী স্কুল এন্ড কলেজের প্রাক্তন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক অধ্যক্ষ মোঃ মজিবুর রহমান (মজিব মাষ্টার) বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। ( ইন্নালিল্লাহি……..রাজিউন)।

১৩ আগস্ট (সোমবার) সকাল ৯টায় শাহতলী গ্রামের তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন যাবৎ হৃদরোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৭২বছর। তিনি মৃত্যুকালে স্ত্রী, একমাত্র ছেলে ও ৪মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

সোমবার দু’দফা জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে ।

এদিন বিকেল ৩টায় চান্দ্রা ইমাম আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে মরহুমের ১ম জানাজা অনুষ্ঠিত হয় । সেখানে শত শত মুসল্লী ও শিক্ষক-ছাত্র-ছাত্রী অংশ নেন । বিকেলে শাহতলী জিলানী চিশতী কলেজ মাঠে ২য় জানাজা অনুষ্ঠিত হয় । ২য় জানাজার নামাজের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএমএ’র সভাপতি ডা. নুরুল হুদা, জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসবেক আলহাজ্ব শেখ আব্দুর রশিদ, চাঁদপুর জেলা বিএমএ’র সাবেক সভাপতি আওয়ামীলীগ নেতা ডা. হারুনুর রশিদ সাগর, চাঁদপুর সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবুল কালাম মোহাম্মদ শামছুল আলম চিশতী, চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি গিয়াসউদ্দিন মিলন, শাহতলী কামিল (এম.এ) মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন, জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মো: হারুন-অর রশিদ, চান্দ্রা ইমাম আলী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শাহ্ মুকবুল আহম্মেদ, বাকিলা মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা এ.এফ.এম আমিনুল্লাহ, আওয়ামীলীগ নেতা মো: হান্নান সবুজ, ৪নং শাহ্মাহ্মুদপু ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সেক্রেটারি মো: হান্নান খান মিলন, মরহুমের ছোট ভাই মো: আব্দুর রব মাষ্টার, মরহুমের একমাত্র ছেলে মো: মোস্তাফিজুর রহমান মিল্টন প্রমূখ।

মরহুমের নামাজের জানাযায় ইমামতি করেন শাহ্পুর দরবার শরীফের খাদেম মওলানা আতাউর রহমান (আতা ভাই)। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এ সময় জানাযার নামাজে অন্যদের অংশগ্রহন করেন সদর উপজেলা আওয়ামীলীগ নেতা মো: মাসুদুর রহমান নান্টু পাটওয়ারী, উত্তর শাহতলী যোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: হুমায়ুন কবির তালুকদার, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মো: আবুল কাশেম দুলু, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবুল কালাম আজাদ, সাবেক উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলহাজ্ব সিরাজুল হক মিয়া, শাহতলী আদর্শ একাডেমীর প্রধান শিক্ষক মাওলানা গিয়াস উদ্দিন, শাহতলী কামিল মাদরাসার গভর্নিং বডির দাতা সদস্য আলহাজ্ব হাফেজ জাকির হোসাইন, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: দিদার হোসেন মিজি,সহকারী শিক্ষক মোস্তফা মিজি, ৪নং ওয়ার্ড ইউপি এর সদস্য মো: সফিক ক্বারী,সাবেক মেম্বার বিল্লাল খান,৪রং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ফারুক কারী,যুবলীগ নেতা কাসেম কারী,রুবেল কারী, বিএনপি নেতা মো: আব্দুল আজিজ মিজিসহ এলাকার সর্বস্তরের শতশত মুসল্লিগন উপস্থিত ছিলেন।

এদিকে অধ্যক্ষ মরহুম মজিবুর রহমান এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন শাহতলী জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

একই রকম খবর

Leave a Comment