চাঁদপুরে দৈনিক যায়যায়দিনে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রেস বিজ্ঞপ্তি : ‘ষোল কোটি মানুষের জন্য প্রতিদিন’ এই শ্লোগানকে ধারনকে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে চাঁদপুরে উদযাাপিত হয়েছে দৈনিক যায়যায়দিনের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী।

এ উপলক্ষে  ৬ মে চাঁদপুর প্রেসক্লাবের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। পরে প্রেসক্লাব মিলনায়তনে জন্মদিনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দৈনিক যায়যায়দিন-এর চাঁদপুর জেলা প্রতিনিধি ও চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আল-ইমরান শোভনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী।

চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌসের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মির্জা জাকির, ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক এবং চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি সোহেল রুশদী, সহসভাপতি জি এম শাহীন, সিনিয়র যুগ্ম সম্পাদক ল²ন চন্দ্র সূত্রধর, সময় টিভি ও কালেরকণ্ঠ প্রতিনিধি ফারুক আহম্মদ, চ্যানেল ৯ এর প্রতিনিধি নাছির উদ্দিন পাঠান, চাঁদপুর ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক তালহা জুবায়ের, দৈনিক চাঁদপুর প্রবাহের সিনিয়র স্টাফ রিপোর্টার শরীফুল ইসলাম।

অনুষ্ঠানে সভায় বক্তরা বলেন, দৈনিক যায়যায়দিন বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠক প্রিয়তা অর্জন করেছেন। দৈনিক যায়যায়দিন পত্রিকা ১৩ বছর পদার্পণে পত্রিকাটির শুভ কামনা করেন।

বক্তারা আরো বলেন, সংবাদপত্র হচ্ছে সমাজের দর্পণ। বস্তুনিষ্ঠ সংবাদ সমাজ ও জাতিকে উন্নত করে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ সমাজের কল্যাণ সাধন করে। তারা যায়যায়দিনের আগামী দিনগুলো আরো সফলতা কামনা করেন।

একই রকম খবর

Leave a Comment