স্টাফ রিপোর্টার : বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, যুগের সাথে তাল মিলিয়ে আমাদের শিক্ষা কারিকুলামকে এগিয়ে নিয়ে যাওয়া এবং শিক্ষকদের যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। আমাদের অনেক শিক্ষক এখনো কোন প্রশিক্ষণ পায়নি। প্রশিক্ষণের দিক দিয়ে আমরা অনেকটা পিছিয়ে। এসব কাজ আমরা খুবই দ্রæত করতে পারি, সেটিই আমাদের প্রচেষ্টা।
শুক্রবার (১৪ জুন) দুপুরে মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি চাঁদপুর সফরে আসলে চাঁদপুর সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি জিপিএ-৫ সম্পর্কে বলেন, সারা বিশ্বেই জিপিএর এ বিষয়টি ৪ স্কেল করা হয়। আমাদের দেশেও উচ্চ শিক্ষায় ৪ এর স্কেলে হয়। শুধুমাত্র এইচএসসি পর্যন্ত ৫ স্কেলে আছে। তাই আমাদের দেশের উচ্চ শিক্ষা ও বিদেশের সাথে একই রকম করার জন্য পরিকল্পনা করা হচ্ছে। কারণ শিক্ষার্থীরা যাতে করে কোন ধরনের বিভ্রান্তির মধ্যে না পড়ে। এ বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত হয়নি।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান, চাঁদপুর পুলিশ সুপার জিহাদুল কবির বিপিএম, পিপিএম, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল প্রমূখ।