স্টাফ রিপোর্টার : চাঁদপুরের রাজরাজেশ্বরে আব্দুল হামিদ ওরফে রিয়াদ(২০) নামে এক যুবককে গলায় গামছা পেচিয়ে শ্বাসরুদ্ব করে হত্যা করা হয়েছে,বলে পুলিশ সূত্রে অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার রাত অনুমান সাড়ে ৯টায় সদর উপজেলার রাজেরাজেশ্বর ইউনিয়নের গোয়াল নগন কালির বাজার এলাকায় ওমর আলী উচ্চ বিদ্যালয়ের দক্ষিন,পশ্চিম বিলের মধ্যে।
শুক্রবার বিকেলে চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক মো: মফিজুল ইসলামসঙ্গীয় ফোর্সসহ মেঘনা নদীর পশ্চিম পাড় গোয়াল নগন কালির বাজার ধান ক্ষেতের বিল থেকে যুবকের লাশটি উদ্বার করে চাঁদপুর মডেল থানায় নিয়ে আসে। রিয়াদ রাজরাজেশ্বর ইউনিয়নের ঢালির বাজার উওরের মাঝি কান্দি এলাকার বাসিন্দা।
তার পিতা মান্দের বাজার এলাকার মো: হাসান আলী এক জন পল্লি চিকিৎসক। হত্যার শিকার যুবক রিয়াদ পিতার সাথে মান্দের বাজারে ঔষধ ব্যবসা করতো। পুলিশের ধারনা তাকে গলায় গামছা পেচিয়ে হত্যা করা হয়েছে।
চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক মো: মফিজুল ইসলাম জানান,লাশ উদ্বার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোট আসলে প্রকৃত ঘটনা জানা যাবে। রাজরাজেশ্ব ইউনিয়নের চেয়ারম্যান মো: হযরত আলী জানান, যুবক রিয়াদ বৃহস্পতিবার রাতে নিখোঁজ হয়। বিভিন্নস্থান খুজে ও তাকে পাওয়া যায়নি। শুক্রবার তার লাশ বিলের মধ্যে পাওয়া যায়।
এ ব্যাপারে চাঁদপুর মডের থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।