হানারচর ও লক্ষ্মীপুর ইউপি যুবলীগের কমিটি গঠনকল্পে সভা

স্টাফ রিপোর্টার ॥ চাঁদপুর সদর উপজেলার হানারচর ও লক্ষীপুর ইউনিয়ন যুবলীগের কমিটি গঠনকল্পে সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় জেলা আওয়ামীলীগ অস্থায়ী কার্যালয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল।

তিনি বলেন, যুবলীগ একটি শক্তিশালী সংগঠন। ঐক্যের কোন বিকল্প নেই। সামনে জাতীয় সংসদ নির্বাচন। তাই সকল নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ হয়ে নৌকার বিজয় নিশ্চিত করার লক্ষ্যে কাজ করতে হবে।

সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক হুমায়র কবির সুমন এর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম মিয়াজীর পরিচালনায় বক্তব্য রাখেন জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, সদস্য মালেক চৌধুরী, সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সিমুল হাসান সামনু, সদস্য হাসনাত নয়ন গাজী, ফরিদ খান, নয়ন গাজী। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ মোঃ শাহাদাত হাওলাদার কে আহ্বায়ক ও মোঃ আজাদ মোল্লাকে যুগ্ম আহবায়ক করে ২১ সদস্য বিশিষ্ট্য হানারচর ইউনিয়ন যুবলীগের কমিটি ঘোষনা করা হয়। পরে মোঃ জহির হাওলাদার কে আহবায়ক ও মোঃ ফারুক মাঝিকে যুগ্ম আহবায়ক করে ৪১ সদস্য বিশিষ্ট্য লক্ষীপুর ইউনিয়ন যুবলীগের কমিটি ঘোষনা দেওয়া হয়।

একই রকম খবর

Leave a Comment