স্টাফ রিপোর্টার : চাঁদপুরে যুব কল্যাণ তহবিলের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠান সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন করে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো: মাজেদুর রহমান খান।তিনি তার বক্তব্যে বলেন, ‘মাদক,সন্ত্রাস ও জঙ্গিবাদ সমাজকে ধ্বংশ করে। বর্তমান সরকার মাদক,সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেছেন।
তিনি বলেন, আপনাদের সহযোগিতায় এ সকল অপরাধ সমাজ থেকে নিশ্চিহ্ন করবো ইনশাআল্লাহ।
জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো: সামসুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার শামসুন্নাহার , অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল প্রমুখ।
সভায় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, জেলা প্রশিক্ষিত যুব উন্নয়ন পরিষদের সভাপতি প্রভাষক ডাঃ শেখ মহসীন, সাধারন সম্পাদক গিয়াসউদ্দিন নান্নু, নবরুপ মহিলা কল্যান সংস্থার আয়েশা আক্তার, কাজী মোস্তফা প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রাশাসন, যুব উন্নয়ন অধিদপ্তর ও বিভিন্ন যুব সংগঠনের নেতৃবন্দ।