চাঁদপুরে যুব মহিলা লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ আওয়ামী যুব মহিলা লীগের ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ঈদ পুর্নমিলনীতে চাঁদপুর আলোচনা সভা, কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মন্ধ্যন্ন ভেজের আয়োজন করা হয়।

গতকাল ৬ জুলাই চাঁদপুর বড়স্টেশন ত্রিনদী মোহনায় আলোচনা সভায় চাঁদপুর জেলা যুব মহিলা লীগের সভাপতি ও পৌর কাউন্সিলার ফরিদা ইলিয়াছের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক নাজমা আলমের পরিচালনায় বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ফারহানা মঈন রুপা পাটওয়ারী, যুগ্ম-সম্পাদক অ্যাড. লিপি, শিল্পী মজুমদার, রেবেকা সুলতানা, সাংগঠনিক সম্পাদক নাহার ভূঁইয়া, ফাতিহা বারী, ক্রীড়া সম্পাদক লুনা আলম, পৌর যুব মহিলা লীগের সভাপতি জাহানারা চৌধুরী, মতলব উত্তর উপজেলা কমিটির সভাপতি সাবিনা ইয়াছমিন স্বপ্না, সাধারণ সম্পাদক রেনু বেগম, ফরিদগঞ্জ উপজেলা কমিটির সভাপতি রাশিয়া দ্বীপু, সাধারণ সম্পাদক তানিয়া আক্তার, কচুয়া উপজেলা কমিটির আহ্বায়ক রোকেয়া বেগম, যুগ্ম-আহ্বায়ক পুনা সাহা, মতলব দক্ষিণ উপজেলা কমিটির সভাপতি সীমা সুফিয়ান, সাধারণ সম্পাদক শিরিন ঢালী, শাহরাস্তি উপজেলার সভাপতি রোকেয়া বশির বকুল, সাধারণ সম্পাদক আমেনা প্রমুখ।

একই রকম খবর

Leave a Comment