উত্তর শাহতলী যোবাইদা বালক সপ্রাবিতে মা সমাবেশ

মো: রানা সরকার : চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে ছেলে ধরা গুজব, ভর্তিযোগ্য শিশুকে শতভাগ বিদ্যালয়ে ভর্তি, নিয়মিত উপস্থিতি, ঝরেপড়া রোধ, শতভাগ পাশ ও মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

২৫ জুলাই (বৃহস্পতিবার) সকাল ১১টায় বিদ্যালয় মিলণায়তনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সহকারি শিক্ষক মো: দিদার হোসেন মিজির পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

প্রধান অতিথি বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী তার বক্তব্যে বলেন, ছেলে ধরা গুজবে কান দিবে না। এটা একটা গুজব ছাড়া কিছুই নয়। এটা একটা মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে। তোমরা শিক্ষার্থীরা যদি কোন সমস্যায় পড় তাহলে শিক্ষকদের সহযোগিতা নিবে। শিক্ষকের মাধ্যমে আমাকে জানাবে।

তিনি আরও বলেন, বিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধিতে মায়েদের ভূমিকা অনেক। তাই মায়েরা বাড়িতে শিশুদের যত্ন নিতে হবে। তাদের পড়ালেখার প্রতি খেয়াল রাখতে হবে। যাতে মানসম্মত শিক্ষা অর্জন করা যায়। আপনার ছেলে ধরা গুজবে কান দিবেননা। এটি সম্পূর্ন মিথ্যা প্রচার। সরকার গুজব প্রচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। যে সকল শিক্ষার্থী বিদ্যালয়ে আসেনা তাদের খোজ নিয়ে জানতে হবে কেন আসেনা। সর্বোপরি ভালো ফলাফল করতে হবে।

অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মো: হারুন-অর রশিদ, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেপাল চন্দ্র কর্মকার, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো: ফারুক কারী।

এসময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা শামীমা সুলতানা, শাহিনা আক্তার, নাজিয়া মাহবুব, তানজিনা খানম, সহকারি শিক্ষক মো: কবির চৌধুরী।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবুল কালাম আজাদ। তিনি বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।

একই রকম খবর