হাজীগঞ্জে ১৫ আগস্ট উপলক্ষে রক্তদান, আলোচনা সভা ও দোয়া 

স্টাফ রিপোর্টার : ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত রক্তদান, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শনিবার হাজীগঞ্জ পৌরসভার ডাকবাংলো মিলনায়তনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় ও জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ হেলাল উদ্দিন মিয়াজির সভাপতিত্বে এতে অতিথি হিসেবে বক্তব্য দেন, বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের সভাপতি, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা ইঞ্জিনিয়ার শফিকুর রহমান, পাওয়ার সেলের মহাপরিচালক, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোহাম্মদ হোসাইন, হাজীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আবদু রশিদ মজুমদার, ব্রিগিডিয়ার জেনারেল (অব.) এমএইচ সালাহউদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি এবায়দুর রহমান প্রমূখ।

এসময় ইঞ্জিনিয়ার সফিকুর রহমান বলেন, ৭৫ এর ১৫ আগস্ট বাঙালি জাতির ইতিহাসে একটি কালো অধ্যায়। সেই শোককে শক্তিতে পরিণত করে আমাদের এখন এগিয়ে যেতে হবে। এর জন্য জননেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় এনে বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ শেষ করতে হবে। এই ক্ষেত্রে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনগুলোকে ঐক্যবদ্ধ থেকে সকল অপশক্তির মোকাবেলা করতে হবে। তবেই আগামীদিন বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উচুঁ করে দাঁড়াতে সক্ষমতা আর্জন করবে। তিনি আরো বলেন, এখনো পলাতক বঙ্গবন্ধুর খুনি যারা বিদেশের মাটিতে পলাতক রয়েছে, তাদের খুঁজে দেশে ফিরিয়ে এনে ফাঁসিতে ঝুলাতে হবে। এতে করে আমরা জাতির পিতার ঋণ পরিশোধ করতে পারবো।

জেলা আওয়ামীলীগের উপদেষ্টা, বিদ্যুৎ জ্বালানী ও খনিজ মন্ত্রণালয়ের পাওয়ার সেলের মহাপরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ হোসাইন বলেন, প্রকৃত আওয়ামীলীগ নেতাকর্মীরা কখনো ভুল করে না। তবে অতীতে কিছু ভুলের জন্য আজ আমাদের অনেক মূল্য দিতে হচ্ছে। তাই আগামীদিনে আমরা কর্মীবান্ধব সংসদ সদস্য দেখতে চাই। শোকের মাসে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহŸান জানান তিনি।

উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রশিদ মজুমদার- উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গাজী মাইনুদ্দিনকে উদ্দেশ্যে বলেন তুমি রাজাকারের সন্তান, আমি মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। তিনি আরো বলেন, ১৯৭২ সালে সেনা বাহিনী থেকে বহিস্কৃত ও ৯৬ সালে মাননীয় প্রধানমন্ত্রী কতৃক শাস্তিস্বরূপ মন্ত্রীত্ব কেড়ে নেওয়া লোককে হাজীগঞ্জ-শাহরাস্তির জনগণ আর কখনো স্থান দেবে না।

হাজীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব হেলাল উদ্দিন মিয়াজী বলেন, হাজীগঞ্জে বীর মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার দায়ভার আওয়ামীলীগ নেবে না।

এসময় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এই উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর পরিবারের শহীদ সদস্যদের প্রতি মহান ¯্রষ্টার কাছে দোয়া চেয়ে বিশেষ মোনাজাত পরিচালনা করেন, হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের পেশ ইমাম মুফতি আবদুর রউফ। পরে রক্তদান কর্মসূচীর উদ্বোধন করেন অতিথিরা।

একই রকম খবর

Leave a Comment