স্টাফ রিপোর্টার : চাঁদপুরে অনুসন্ধানী রক্তদান সংস্থা বাংলাদেশ’র ইফতার ও দোয়ার অনুষ্ঠান মঙ্গলবার (২১ মে ২০১৯ খ্রীঃ) বিকাল ৫ ঘটিকায় রসুইঘর রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের মাননীয় সিভিল সার্জন ডা.এ.কে.এম মাহবুবুর রহমান।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন- দেশের যুব সমাজ যখন মদক সহ নানা অপকর্মে লিপ্ত ঠিক সে সময়ই অনুসন্ধানী রক্তদান সংস্থা, রক্তদান সহ ভালো কাজগুলো সত্যিই প্রংসার দাবীদার।
তিনি অারো বলেন- রক্তদাতা এবং রক্তগ্রহীতাকে রক্তদেওয়া এবং রক্তনেয়ার ক্ষেত্রে সচেতন হতে হবে পাশা-পাশি নিরাপদ রক্ত পরিসঞ্চালন অাইন সম্পর্কেও জানতে হবে এবং অামি অাশা করি রক্তদানের সকল নিয়ম-নীতি অনুসরন করে এ সংস্থাটি অনেক দূর এগিয়ে যাবে।
মাত্র ২ বছরে সংস্থাটি সারা দেশে ২,৩০৩ ব্যাগ ব্লাড দেওয়ার প্রসংসা করে তিনি বলেন যা অর্জন হয়েছে তা অাপনাদের অান্তরিকতার কারনেই হয়েছে তাই নতুন সদস্য বৃদ্ধি করে দেশের সকল প্রান্তে রক্তদানের চাহিদা পূরন করতে অাপনাদের চেষ্টাকে ধরে রাখতে হবে। পরিশেষে বলবো এ সংস্থার সদস্যরা জাতি-ধর্ম-বর্ন নির্বিশেষে সূদৃঢ় বন্ধনে আবদ্ধ হয়ে অসহায় মানুষের সুখে-দু:খে, বিপদে-অাপদে এগিয়ে যাবে এ প্রত্যাশা কামনা করছি।
সংস্থার প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপক- মু. শহীদ উল্যাহ্ বাবর এর সঞ্চালনায় ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁ.সক প্রাণিবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান শওকত ইকবাল ফারুকী, উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মো.কামরুল হাসান, চাঁদপুর প্রেসক্লাব এর সহ-সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর এর সম্পাদক- সোহেল রুশদী, রোটাঃ ডা.ইফতেখারুল অালম, চাঁ.স.ক প্রাণিবিজ্ঞান এর প্রভাষক নাজির উল্যাহ্ মজুমদার, রসুইঘর রেষ্টুরেন্ট এন্ড পার্টি সেন্টার এর মালিক জাহিদুল হক মিলন, তরুন সমাজ সেবক অালমগীর বন্ধুকসী, সভায় সভাপতিত্ব করেন সংস্থার চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজ সেবক বি.এম.হারুনুর রশিদ।
এ সময় উপস্থিত অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রতিষ্ঠাকালীন সদস্য ও কো-ব্যবস্থাপক মু. নাঈম হোসেন পাঠান, সাংগঠনিক সম্পাদক- অাব্দুল্লাহ্ অাল-নোমান, সহ-সাংগঠনিক সম্পাদক- এস.এম জাহেদুল ইসলাম বাবু, সহ-অর্থ সম্পাদক- হান্নান খান শান্ত, সহ-পরিকল্পনা বিষয়ক সম্পাদক- গৌতম সরকার, সদস্য এম এ হাসিব প্রমুখ।