চাঁদপুর খবর রিপোট : চাঁদপুর নতুন বাজার মিল গুদারা ঘাট এ ২ টি পরিবেশ দুষণ কারী রাইছ মিলের ছাই খোলা আকাশে মুক্ত বাতাস কে দুষিত করে।
এতে এলাকার মানুষ এই ছাই এর কারনে দিন দিন অসুস্থ হয়ে পড়ছে ।
এলাকার ছেলে মেয়েদের দিনের পর দিন বর্নকাইটিজে আক্রান্ত হচ্ছে। বিষয়টি চাঁদপুর জেলা প্রশাসক মো:মাজেদুর রহমান খানের দৃষ্টি আকষণ করেছে এলাকার ভোক্তভোগী মহল ।
বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) বাগাদীর কৃতিসন্তান বিশিষ্ট আওয়ামী লীগ নেতা আলহাজ্ব ফারুক আহমেদ কাকন তার ফেসবুক আইডিতে জেলা প্রশাসক মহোদয়ের দৃষ্টি আকষণ করে ছবিসহ পোষ্ট দিয়েছেন ।