স্টাফ রিপোর্টার : রাজনৈতিক প্রতিহিংসায় মেহেদী হাসান কবীর দেওয়ানের উপর হামলা করেছে স্থানীয় বিরোধী দলের কিছু দুর্বৃত্তরা।
গতকাল শুক্রবার (১০ ডিসেম্বর) ২০২১ ইং তারিখ রাত ১০ ঘটিকার সময় তাঁর নিজ বাসা (৫৫০/এ হাজী মহসিন রোড) হইতে ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে বের হলে চাঁদপুর লঞ্চ স্টেশন যাওয়ার সময় কালিবাড়ি বাইতুল আমিন জামে মসজিদের সামনে সন্ত্রাসীরা হামলা চালায়। তিনি জানান, আমি দীর্ঘদিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সমর্থিত একজন দায়িত্ব¡শীল ও কর্মি। আমার বিরোধী দলের কিছু লোকেরা রাজনৈতিক প্রতিহিংসার কারণে আমার উপর হামলা করে। এ ঘটনায় চাঁদপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযোগে তিনি উল্লেখ্য করেন, মেহেদী হাসান কবীর দেওয়ান চাঁদপুর ৫৫০/এ হাজী মহসিন রোডের বাসিন্দা। আপনার থানায় উপস্থিত হইয়া এই মর্মে অভিযোগ করিতেছি যে, শুক্রবার ১০ ডিসেম্বর ২০২১ ইং তারিখে রাত ১০ঘটিকায় আমার নিজ বাসা (৫৫০/এ হাজী মহসিন রোড) হইতে ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে বের হলে চাঁদপুর লঞ্চ স্টেশন যাওয়ার সময় কালিবাড়ি বাইতুল আমিন জামে মসজিদের সামনে আমার উপর সন্ত্রাসীরা হামলা করে। আমি দীর্ঘদিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সমর্থিত একজন দায়িত্ব¡শীল ও কর্মি।
আমার বিরোধী দলের কিছু লোকেরা রাজনৈতিক প্রতিহিংসার কারণে আমার উপর হামলা করে। রাত হওয়ার কারণে আমি সবার নাম মনে রাখতে পারিনি। যাদের নাম মনে রয়েছে তাদের প্রত্যেকের নাম বিবাদীর মধ্যে উল্লেখ করেছি। আমাকে আঘাত করার কারণে আমার হাত ভেঙ্গে যায়। মাথায় প্রচন্ড আঘাতে মাথা ফেঁটে অনেক রক্তক্ষরণ হয়। আঘাতের কারণে আমার শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত করে ফেলে। স্থানীয় কিছু লোক আমাকে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কয়েকদিন চিকিৎসা নিয়ে বাসায় চলে আসি।
যা ডাক্তারের সার্টিফিকেট প্রমাণ রয়েছে। সামাজিকভাবে আমি বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিকে অবহিত করেছি। এর পূর্বে আমার এবং আমার পরিবারের উপর কয়েকবার হামলা হয়েছে। আমি একজন রাজনীতিবিদ হিসেবে আমার পরিচিতি রয়েছে ব্যাপক।
চাঁদপুর জেলা এবং ঢাকায় আমার রাজনীতির একটি প্ল্যাটফর্ম রয়েছে। এ জন্যই আমার উপর বারবার অতর্কিত হামলা হয়। বর্তমানে আমি এবং আমার পরিবার নিরাপত্তাহীনতায় আছি। আমার স্ত্রী নুসরাত হাসান একজন গৃহিণী, আমার বড় মেয়ে আলীয়া হাসান (তুবা), দ্বিতীয় মেয়ে ইউশা হাসান (নাবা), চাঁদপুর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থী। আমার মেয়েদের ভবিষ্যৎ জীবন ও পড়ালেখা নিয়ে খুবই চিন্তিত। আমি আমার পরিবারের ভবিষ্যতের নিরাপত্তার কথা চিন্তা করে আইনের আশ্রয় নিয়েছি।
এ ঘটনায় চার জনকে বিবাদী করা হয়েছে। বিবাদীগণ হলেন আব্দুর রহিম, হোসাইন আহমেদ, শাহাবুদ্দিন, মোফাজ্জল হোসেন (উভয়ের পিতা অজ্ঞাত), চাঁদপুর সদর চাঁদপুর।
বাদী পক্ষের স্বাক্ষী হলেন : (১) গাজী মোহাম্মদ নুরুল হক, পিতা : সৈয়দ আলী গাজী, সাং বাগাদী, পো: বাগড়া বাজার, চাঁদপুর, (২) কামরুন্নেছা জামান (৩) সেলিম দেওয়ান, উভয়ের সাং চাঁদপুর সদর।
এ ঘটনায় চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো: আব্দুর রশিদ বলেন, ঘটনাটি বিষয়ে অভিযোগ এসেছে, তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রতিবেদক : এইউ, ১১ ডিসেম্বর ২০২১