রাজরাজেশ্বরে উঠান বৈঠক অনুষ্ঠিত

চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর সদর উপজেলার ১৪নং রাজরাজেশ্বর ইউনিয়নে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস হতে বাস্তবায়নাধীন সাইক্লোন সেন্টার পরিদর্শন ও তথ্য আপার উঠান বৈঠক  বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়েছে।

চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার কানিজ ফাতেমা পিএএ, এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রফিকুল ইসলাম, ১৪নং রাজরাজেশ্বর ইউনিয়নের চেয়ারম্যান হযরত আলী। অনুষ্ঠানটি পরিচালনা করেন চাঁদপুর সদর উপজেলার তথ্য সেবা কর্মকর্তা ফাতেমা বিনতে হানিফ।

একই রকম খবর