স্টাফ রিপোর্টার : মোহাম্মদ উল্লাহ (১৩) ওরফে (রাতুন) নামে মাদ্রাসার ছাত্র হাজীগঞ্জ উপজেলার বলাখাল রামপুর এলাকা থেকে নিখোঁজ হয়েছে।
রোববার (২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ওই ছাত্রের নানার বাড়ী রামপুর থেকে বলাখাল মাদ্রাসায় যাওয়ার পথে নিখোঁজ হয়।
সে চাঁদপুর শহরের পুরাণ বাজার পশ্চিম শ্রীরামদী এলাকার মো. ওমর ফারুকের ছেলে। রাতুন হাজীগঞ্জ রামপুর নানার বাড়ীতে থেকেই পড়া-লেখা করতেন।
রাতুনের পিতা ওমর ফারুক জানান, রাতুন হাজীগঞ্জ উপজেলার বলাখাল এলাকার রামপুর ভাটরিয়া হাফিজিয়া মাদ্রাসায় হিফজ বিভাগে পড়তেন। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিলো সাদা পায়জামা ও পাঞ্জাবি এবং সাদা টুপি। তবে পাঞ্জাবির মধ্যে কালো ছোট ছোট দাগ ছিলো।
তিনি আরো জানান, নিখোঁজ হওয়ার সংবাদটি তিনি সোমবার (৩ সেপ্টেম্বর) জেনেছেন। এরপর থেকে আত্মীয়-স্বজনের বাড়ীসহ সম্ভাব্য পরিচিত স্থানে তাকে খুঁজছেন। তবে তিনি এ বিষয়ে হাজীগঞ্জ থানায় নিখোঁজ ডায়েরী করবেন বলেও জানান।
যদি কোন সহৃদ ব্যাক্তি তার সন্ধান পান, তাহলে নিম্ন লিখিত মোবাইল নম্বরে যোগযোগকরার জন্য অনুরোধ করা হলো। যোগাযোগ: ০১৮৬৭৪০৫৪০৮, ০১৭১১-২২৯৬৫৫