রামপুরের আলগীতে মাসুম জেনারেল স্টোরে দুর্ধর্ষ চুরি

চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নের আলগী তপদার বাড়ি সংলগ্ন মাসুম জেনারেল স্টোরে সিসি ক্যামরা থাকা সত্বেও গত ৮ ডিসেম্বর রাতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ সময় নগদ ১ লাখ ১৫ হাজার টাকা ও প্রায় ৮৫ হাজার টাকার মালামাল ও ৩টি মোবাইল ফোন নিয়ে যায় চোরের দল।

এ ঘটনায় সোমবার (৯ ডিসেম্বর) চাঁদপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বাদী মোহাম্মদ আলী মাসুম (২৮), পিতা : মো. খোরশেদ আলম মিজি, সাং- আলগী, রামপুর ইউনিয়ন, চাঁদপুর সদর এর অভিযোগে জানান, গত ০৮/১২/২০১৯ ইং তারিখে রাত অনু: সাড়ে ১০টায় প্রতিদিনের ন্যায় দোকান বন্ধ করে বাড়িতে চলে যাই। পরদিন ০৯/১২/২০১৯ ইং তারিখ সকাল ৭টায় আমার প্রতিবেশী সেলিম তপদার আমাকে ফোন করে জানায় যে, আমার দোকানে চুরি হয়েছে।

সংবাদ শুনে সাথে সাথে আমি দোকানে আসি। দোকানের সার্টার খুলে দেখি দোকানের সকল মালামাল এলোমেলো ভাবে পড়ে আছে। দোকানের জানালার গ্রিল ভাঙ্গা ও দোকানের বাক্সে থাকা নগদ ১লাখ ১৫ হাজার টাকা ও ৩টি চায়না মোবাইল ফোন নাই।

এ সময় দোকানে থাকা বিভিন্ন প্রকার কসমেটিক, মালামাল ও সিগারেট নিয়ে যায়। পরবর্তীতে দোকানে থাকা সিসি ফুটেজ এর মাধ্যমে দেখতে পাই ০৯/১২/২০১৯ ইং তারিখে রাত ২টা ৩০ মিনিটে অজ্ঞাত নামা চোর বা চোরেরা আমার দোকানের পিচনের জানালার গ্রিল ভেঙ্গে অনাধিকার পূর্বক দোকানে প্রবেশ করে সিসি ক্যামরার মুখে কাদা মেখে দোকানে থাকা ক্যাশ বক্সের তালা ভেঙ্গে নগদ ১ লাখ ১৫ হাজার টাকা ও ৩টি মোবাইল ফোন ও বিভিন্ন প্রকারের সিগারেট এবং কসমেটিক মলামাল নিয়ে যায়। যার অনুমানিক মূল্য ৮০ হাজার টাকা। উক্ত চুরির ঘটনায় চাঁদপুর মডেল থানায় লিখিত অভিযোগ করি।

চুরির ঘটনাটি রামপুর ইউপি চেয়ারম্যান আল মামুন পাটওয়ারীকে জানানো হয়েছে । তিনি মডেল থানায় ব্যবস্থা গ্রহনের অনুরোধ করেছেন ।
এবিষয়ে চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো, নাসিম উদ্দিন জানান, চুরির ঘটনায় থানায় লিখিত অভিযোগ এসেছে। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

একই রকম খবর