রামপুরে বিষ প্রয়োগে অসহার কৃষকের মাছ নিধন

স্টাফ রিপোর্টারঃ চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নের রাজারহাট এলাকায় পূর্বশত্রুতার জেরে পুকুরে বিষ প্রয়োগে কয়েক লাখ টাকার মাছ মারার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার রাতের কোন একসময়ে ঢালী বাড়ির কৃষক হজু ঢালীর ৬৯ শতাংশ পুকুরে বিষ দিয়ে মাছ মারে দূবৃত্তরা।

শুক্রবার সকালে ঘটনা জানার পর স্থানীয় ইউপি চেয়ারম্যান আল মামুন পাটওয়ারী পুলিশকে ঘটনাটি জানালে চাঁদপুর মডেল থানার কর্তব্যরত এএসআই তহিদুল সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শণ করেন।

এ বিষয়ে ক্ষতিগ্রস্থ কৃষক হজু ঢালী বলেন, আমি দীর্ঘ ৩০ বছর যাবৎ মাছ চাষ করে আসছি। কিন্তু গতকাল রাতে আমার পুকুরে দূর্বিত্তরা বিষ দিয়ে মাছ মেরে ফেলে। বৃহস্পতিবার রাতে আমার পুকুরে বিষয় দেয় শুক্রবার ভোরে ওঠে দেখি পুকুরের সব মাছ মরে ভেসে উঠে । কিছু দিন আগে আমিন মিজির ছেলে মন্নান মিজি দলবল নিয়ে আমার জায়গা দখল করতে চেষ্টা করে। সেসময় মান্নান মিজি আমার ক্ষতি করবে বলে হুমকি দেয়। আমি এ ঘটনার পর স্থানীয় চেয়ারম্যানকে বিষয়টি জানিয়েছি তিনি পুলিশ পাঠিয়েছন। আমার সাথে শত্রুতা থাকতে পারে কিন্তু তার জন্য এভাবে আমরা মাছগুলো মেরে ফেলবে। এতে আমার প্রায় তিন লাখ টাকার মতে ক্ষতি হয়েছে।

ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের মহিলা মেম্বার সুলতানা বেগম বলেন,আমাদের চেয়ারম্যান ঘটনাটি জানার পর আমাকে সরজমিনে আসতে বলেন। আমি কাল ৯টার এসে দেখি শত শত মরা মাছ পুকুরের ভেসে উঠেছে । তখন বিষয়টি তাৎক্ষনিক চেয়ারম্যানকে অবহবত করলে তিনি সাথে সাথে বিষয়টি পুলিশকে জানালে পুলিশও ঘটনাস্থলে আসেন।

যুবলীগের সাবেক সভাপতি পলাশ পাটওয়ারী বলেন, হজু ঢালী অনেক বছর যাতৎ ক্ষ্যাতি গিরস্তির সাথে সাথে মাছ চাষ ও করছে। গতকাল রাতের কোন এক সময়ে তার পুকুরের সব মাছ বিষ দিয়ে মেরে ফেলে। পুলিশ;ঘটনাস্থল পরিদর্শৃন করেছে, পুলিশ খতিয়ে দেখলেই পাবে এ ঘটনার সাথে কারা জড়িত। আমরা এলাকাবাসী হজু ঢালীর এ ক্ষতি যারা করেছে তাদের সুষ্ঠ বিচার দাবী করছি।

একই রকম খবর