রামপুরে বৃদ্ধ কর্তৃক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ !

স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের মিস্ত্রী বাড়িতে সাম্প্রতিকালে আব্দুল হাই (৬০) নামের বৃদ্ধ কর্তৃক ২য় শ্রেণীর শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার।

এ ঘটনায় আব্দুল হাই চট্রগ্রামে বেশ কয়েক দিন পলাতক ছিলো । দফা বিচারের মাধ্যমে বিষয়টি সমাধান করা হয় বলে জানা যায়। শিশুটি উত্তর কামরাঙ্গা ৪৭নং সঃ প্রাঃ বিদ্যালয়ের ২য় শ্রেণীর ছাত্রী। লোক লজ্জার ভয়ে শিশুটি কে তার নানার বাড়ি শাহরাস্তিতে স্কুলে ভর্তি করানোর চেষ্টা চলছে বলেও পরিবার সূত্রে জানা যায়।

শিশুটির দাদা আব্দুর রব মিজি ও দাদী জানায়, রমজান মাসের কয়েকদিন আগে আমার নাতনীকে বাড়ির পেছনে গাছের কাছে একা পেয়ে একই বাড়ির বৃদ্ধ আব্দুল হাই ধর্ষণের চেষ্টা করে। পরে নাতনীর মুখে বিষয়টি শুনতে পেয়ে সাঈদ মেম্বার, আলমগীরসহ স্থানীয় গন্যমান্যকে জানালে তারা শালিশী বৈঠকের মাধ্যমে তা সমাধান করে দেয়।

বাড়ির দাদা নজরুল ইসলামের ঘরে আব্দুল হাইকে নাকে খরদেয় ও ৫হাজার টাকা জরিমানা করে সেই সাথে আর এ ধরনের কাজ করবে না ও কারো অনুমতি ছাড়া বাড়ির ভেতরে প্রবেশ করবে না বলে শালিশী বৈঠকের সকলের সামনে কথা দেয় এবং যদি বাড়ি ভিতরে প্রবেশ করলে ২০হাজার টাকা জরিমানা দিতে হবে।

অভিযুক্তের চাচাতো ভাই বিল্লাল মাতাব্বর জানায়, আমাদের সাথে রব মিজিদের জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। তাই তারা শিশুটিকে দিয়ে এ ধরণের অপকর্ম তৈরী করেছে।

একই রকম খবর