স্টাফ রিপোর্টার : সদর উপজেলার রামপুর ইউনিয়নে দৈনিক আলোকিত চাঁদপুর পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ জাকির হোসেন এর বাড়িতে হামলাকারী মামলার ২নং আসামি মোঃ সাকিবুল ইসলাম (নিসান) নামে একজনকে আটক করেছে চাঁদপুর মডেল থানা পুলিশ।
জানা যায়, মামলার তদন্ত কর্মকর্তা চাঁদপুর মডেল থানার ইন্সপেক্টর ইন্টেলিজেন্স মোঃ আব্দুর রহিম ও এএসআই আনোয়র সহ সঙ্গীয় ফোর্স নিয়ে বৃহস্পতিবার সকাল আনুমানিক ১০টায় অভিযান চালিয়ে বাড়ি থেকে আটক করে চাঁদপুর মডেল থানায় নিয়ে আসে। এ সময় খবর পেয়ে হামলাকারীর মূলহোতা মামলার ১নং আসামী ফখরুল ইসলাম (রাছেল) সহ অন্যান্য আসামীরা পালিয়ে যায়।
এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর ইন্টেলিজেন্স আব্দুর রহিম জানান, আলোকিত চাঁদপুর পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ জাকির হোসেন এর গ্রামের বাড়ী রামপুর ইউনিয়নে ঘর ও তার ভাইয়ের ঘরে হামলা ও তার ভাইয়ের অন্তসত্বা স্ত্রীর উপর শারীরিক নির্যাতনের ঘটনায় ১৮ তারিখে তার বড় ভাই ইয়ার আহমেদ লিকসন বাদি হয়ে চাঁদপুর মডেল থানায় একটি মামলা দায়ের করে। যার নং- জিআর ৪৮/৩৫৩-২০১৯। এ মামলার প্রেক্ষিতে বৃহস্পতিবার মামলার ২নং আসামিকে আটক করা হয়েছে।