এম এম কামাল : শিক্ষার্থীদের উপস্থিতির হার বৃদ্ধি, ঝরে পড়া ও বাল্যবিবাহ রোধকল্পে, ঢাকা শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক শিক্ষা উপবৃত্তি, ২য় পর্যায় এর আয়োজনে চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নের ছোটসুন্দর এ আলী উচ্চ বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ জুলাই) মা সমাবেশ প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নাসিম উদ্দিন।
তিনি বক্তব্যে বলেন, গলাকাটার বিষয়টি ফেসবুকের মাধ্যমে একটি গ্রুপ ভুল ব্যাখা দিয়ে সমাজ ও দেশে অরাজকতা সৃর্ষ্টি করছে। ছেলেধরা বলতে কিছু নেই, সরকারের উন্নয়নকে বাধাগ্রস্থ করতে এ গুজব ছড়ানো হচ্ছে। গুজবকারীদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। তাদের এ গুজব সংবাদের কারণে কতগুলো তাজা প্রাণ ঝড়ে গেলো। কিন্তু তাদের কোন অপরাধ ছিলো না।
তিনি আরো বলেন, আপনারা পরিবারেরর সদস্যদের বলবেন সোস্যাল মিডিয়ায় কোন ধরনের গুজব সংবাদ যাচাই না করে পোষ্ট দেয়া, কমেন্ট, শেয়ার করা থেকে যেনো বিরত থাকে। যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে ইতিমধ্যে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আরো ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ হারুন অর-রশিদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ কামাল হোসেন, রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আল মামুন পাটয়িারী। অনুষ্ঠান পরিচালানা করেন বিদ্যালয় সহকারী শিক্ষক মোঃ মমিন গাজী।
অনুষ্ঠান শেষে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাননীয় প্রধানমন্ত্রী ডা. দিপু মনি এমপির স্বামী বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট সিনিয়র আইনজীবী ড. তৌফিক নেওয়াজের শারীরিক সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।