ফরিদগঞ্জ প্রতিনিধি : চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া এক কালের প্রমত্তা বর্তমানে মৃত প্রায় ডাকাতিয়া নদীর হারানো ঐতিহ্য ফিরিয়ে আসার সাথে সাথে নদীকে দখল ও দূষণ মুক্ত করার দাবীতে মঙ্গলবার (২৫ জুন) দুপুরে বন ও পরিবেশ বিষয়ক মন্ত্রীসহ সংশ্লিষ্ট মন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান করে।
স্বেচ্ছা রক্তদানকারী সংগঠন অর্নিবানের এই বিষয়ে ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসেবে তারা ফরিদগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার বরাবর এই স্মারক লিপি পেশ করে।
এসময় তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ুর পরিবর্তন রোধ এবং প্রকৃতির লাইফ লাইন হিসেবে খ্যাত নদী বাঁচাতে সরকারি উদ্যোগের বাস্তবায়ন ফরিদগঞ্জ উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া দীর্ঘ ডাকাতিয়া নদীর রক্ষার ক্ষেত্রে দেখতে চান।
সংগঠনের পক্ষে নুরুল করিম ফরিদ, পাবেল পাটওয়ারী, মশিউর রহমান জুয়েল পাঠান, এমরান হোসেন, ছোটন, জাকির পাঠান, হাসান খাঁন কালির বাজার কলেজের অধ্যক্ষ হাফিজ আল আসাদসহ লোকজন এসময় উপস্থিত ছিলেন।
স্মারক লিপি গ্রহণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী আফরোজ বলেন, এই দাবীর সাথে প্রশাসন একমত। তকে এই নদীকে রক্ষার জন্য জনসচেতনতা তৈরি করতে হবে।