চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলার শাহতলী জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী’র ভাতিজা ও বগুড়া মম ইন ফাইভ স্টার হোটেলের ম্যানেজার মো. মোরশেদ আলম রুশদী ওরপে রুবেল রুশদী’র ছেলে মো: রুপম রুশদীর ১০তম জন্মদিন উদযাপন করা হয়েছে।
গতকাল ৯ সেপ্টেম্বর (শুক্রবার) বগুড়া মম ইন ফাইভ স্টার হোটেলে কেক কেঁটে মো: রুপম রুশদীর ১০তম জন্মদিন উদযাপন করা হয়।
এসময় বগুড়া মমইন ফাইভ স্টার হোটেলে এর কর্মকর্তাগণ ও রুপম রুশদী মাতা পপি আক্তার উপস্থিত ছিলেন।
এদিকে, উল্লেখ্য, বগুড়া মম ইন ফাইভ স্টার হোটেলের ম্যানেজার মো. মোরশেদ আলম রুশদী ওরপে রুবেল রুশদী’র ছেলে মো: রুপম রুশদীর ১০তম জন্মদিন উপলক্ষে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।