আজ শাহতলীতে অ্যাড. তাহের রুশদীর রুহের মাগফেরাত কামনায় দোয়া

স্টাফ রিপোর্টার ॥ দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক ও চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি সোহেল রুশদীর পিতা এবং সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান আলহাজ্ব অ্যাডভোকেট মো. তাহের হোসেন রুশদী’র রুহের মাগফেতার কামনায় আজ শনিবার (৭ জুলাই) শাহতলী রুশদী বাড়িতে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়েছে।

দোয়া অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্যে পরিবারের পক্ষ থেকে আহবান জানিয়েছেন, দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক ও চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি সোহেল রুশদী।

প্রসঙ্গত, শাহমাহমুদপুর ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান আলহাজ্ব অ্যাডভোকেট মো. তাহের হোসেন রুশদী ঢাকা শমরিতা (প্রাঃ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার (৪ জুলাই) সকাল ৯ টা ৩১ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্না……..রাজিউন)।

গত বৃহস্পতিবার (৫ জুলাই) সকাল সাড়ে ১০টায় শাহতলী জিলানী চিশতী কলেজ মাঠে জানাজা অনুষ্ঠিত হয়েছে। পরে শাহতলী গ্রামের নিজ পারিবারিক কবরাস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।

মরহুম অ্যাডভোকেট মো. তাহের হোসেন রুশদী সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, চাঁদপুর বারের আইনজীবী, বিশিষ্ট শিক্ষাবিদ ও বহু শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং কলকাতায় বৃটিশ সরকার থেকে স্বর্ণ পদক ও রুশদী খেতাবে ভূষিত মরহুম এ.টি.এম আহমেদ হোসাইন রুশদীর বড় ছেলে।

তাঁর বয়স আনুমানিক ৭৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ২মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। দু’ ছেলের মধ্যে দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক ও চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি সোহেল রুশদী ছোট এবং বড় ছেলে রুবেল রুশদী প্রাইভেট হোটেলে কর্মকর্তা। ২ মেয়ের মধ্যে বড় মেয়ে রায়হান আক্তার সুরমা (সহকারী শিক্ষক চাঁদপুর কদমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়) ও ছোট মেয়ে ফারহানা আক্তার সীমু আমেরিকা প্রবাসী।

একই রকম খবর

Leave a Comment