ফরিদগঞ্জের নয়ারহাট বাজারে রূপালী ব্যাংকের ৫৬৫ তম শাখা উদ্বোধন

ফরিদগঞ্জ প্রতিনিধি : চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার নয়ারহাট বাজারে রূপালী ব্যাংকের ৫৬৫ তম শাখার উদ্বোধন হয়েছে।

রোববার (১৩ মে) সকালে শাখার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৪(ফরিদগঞ্জ) আসনের সংসদ সদস্য ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া।

এসময় তিনি বলেন, একটি এলাকার ব্যবসায়ীদের স্বার্থে এবং বৈদেশিক রেমিটেন্স নিয়ে আসার জন্য একটি ব্যাংক গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। আমি ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন বড় বাজারগুলোতে অতন্ত ১১টি সরকারী ও প্রাইভেট ব্যাংক স্থাপন করার প্রক্রিয়া গ্রহণ করেছি। ইতিমধ্যেই বেশ কয়েকটি উদ্বোধন হয়েছে, বাকীগুলো খুব শীঘ্রই উদ্বোধন হবে।

তিনি আরো বলেন, বর্তমান সরকার দেশের প্রতিটি এলাকার ব্যবসায়ীক উন্নয়ন ঘটাতে বদ্ধ পরিকর। ইতিমধ্যেই সড়ক যোগাযোগ ব্যবস্থাসহ অবকাঠামোগত উন্নয়ন ঘটাচ্ছে। একটি ব্যাংক থাকলে ব্যবসায়ীরা স্বাচ্ছন্দেই তাদের লেনদেন পরিচালনা করতে সমর্থ হবেন। ফলে দ্রæত এদেশ মধ্যম আয়ের দেশ থেকে উন্নত দেশের সারিতে পৌঁছতে সক্ষম হবে।

ব্যাংকের কুমিল্লা বিভাগীয় কার্যালয়ের মাহব্যবস্থাপক মো: আ: রহিমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো: খোরশেদ আলম খন্দকার, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু সাহেদ সরকার, ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান রানা ও চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরাম চৌধুরী।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, গোবিন্দপুর উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোহেল চৌধুরী, চির্কা চাঁদপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রভাষক শাহাদাত হোসেন, চির্কাচাঁদপুর সপ্রাবির প্রধান শিক্ষক কামরুন্নাহার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতি এমরান হোসেন মিলন, বাজার ব্যবসায়ী ফারুক মিজি, ডা. মহিউদ্দিন আলমগীর।

একই রকম খবর

Leave a Comment